লিপারপুলের সর্বনাশ যা হওয়ার হয়ে গিয়েছিল ঘরের মাঠে প্রথম লেগেই। ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে আতালান্তার কাছে ৩-০ গোলে হেরেছিল ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। গত রাতে দ্বিতীয় লেগে আতালান্তার মাঠে ১-০ গোলের জয়ও তাই ইউরোপা লিগ থেকে লিভারপুলের বিদায় ঠেকাতে পারেনি।
তবে মৌসুমের তো এখানেই শেষ নয়।
তাই ভেঙে না পড়ে ক্লপ ইউরোপা লিগের বিদায় থেকে অনুপ্রেরণা খুঁজছেন, 'নিজেদের কাজ অনেক কঠিন বানিয়ে ফেলেছিলাম আমরা (প্রথম লেগের পর)। তবে অনেক দিনের মধ্যে এই খেলাটা আমার ভালো লেগেছে। ছেলেরা যে নিবেদন, তাড়না ও শক্তি দেখিয়েছে, তা সত্যিই অসাধারণ।'
দ্বিতীয় লেগে ম্যাচের শুরুতেই মোহামেদ সালাহর পেনাল্টি গোলে এগিয়ে যায় লিভারপুল।
তাতে নাটকীয় কিছু একটার সম্ভাবনা উঁকি দিলেও শেষ পর্যন্ত হতাশ হয়েই মাঠ ছাড়তে হয়। তবে এই মৌসুম শেষের আগেই ক্লাব ছাড়ার ঘোষণা দিয়ে রাখা ক্লপ জানিয়েছেন, এখন সব মনোযোগ লিগে দিতে পারবে তাঁর দল।
লিভারপুল কোচ বলছিলেন, 'মিশ্র অনুভূতি এখন। অবশ্যই আমাদের চাওয়া ছিল ডাবলিনে যাওয়া (ইউরোপা লিগের ফাইনালে)।
তা হয়নি। খুবই হতাশ যে আমরা সেখানে যেতে পারিনি। তবে আমরা ভেঙে পড়িনি বা ক্ষুব্ধ নই। এখন একটিই প্রতিযোগিতা আছে আমাদের জন্য। আমরা সব মনোযোগ প্রিমিয়ার লিগে দিতে পারি এবং সেটিই আমরা করব।
'
প্রিমিয়ার লিগেও নিজেদের কাজটা কঠিন বানিয়ে রেখেছে লিভারপুল। সর্বশেষ ম্যাচে ক্রিস্টাল প্যালেসের কাছে হেরেছে তারা। এই হারে নিজেদের শিরোপা ভাগ্য আর লিভারপুলের হাতে নেই। ওই ম্যাচের আগে শীর্ষে থাকা লিভারপুল এখন ৭১ পয়েন্ট নিয়ে আছে পয়েন্ট টেবিলের তিনে। সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে দুইয়ে আছে আর্সেনাল। ৭৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন