নিউ ইয়র্কের ম্যানহাটন আদালত কক্ষে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচারকার্য চলছিল। আর সেই সময় আদালতের বাইরে নিজের গায়ে আগুন দিয়েছেন এক যুবক। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ঘটনার ভিডিও।
গতকাল শুক্রবার (১৯ এপ্রিল) স্থানীয় সময় বিকেলের দিকে এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
তখন ট্রাম্পের বিরুদ্ধে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার অভিযোগ সংক্রান্ত মামলার শুনানি চলছিল।
বিবিসি জানায়, নিজ গায়ে যুবকের আগুন দেওয়ার ঘটনার সময় আদালতের বাইরে ব্যাপক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। তারা দ্রুত অগ্নি নির্বাপক যন্ত্র আনতে পার্কে ছুটে যান। আগুন নেভানোর পর ওই ব্যক্তিকে স্ট্রেচারে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে তিনি হাসপাতালের বার্ন সেন্টারে আছেন বলে জানিয়েছে পুলিশ।
জানা গিয়েছে, ওই যুবকের নাম ম্যাক্সওয়েল আজারেল্লো। তিনি ফ্লোরিডার বাসিন্দা। নিউ ইয়র্কে এসেছিলেন এক সপ্তাহ আগে।
এদিন নিজের শরীরে তরল দাহ্য পদার্থ ঢেলে দেন আজারেল্লো। তার পর ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের সামনে তিনি গায়ে আগুন ধরিয়ে দেন। তবে তিনি কেন এমন কাজ করেছেন, তা জানা যায়নি।
এদিকে ওই ঘটনার কথা জানার পরই আদালতের শুনানি স্থগিত করা হয়। আদালত ছেড়ে বেরিয়ে যান ট্রাম্পও।
তবে শেষপর্যন্ত এই ঘটনায় কোনও অশান্তি সৃষ্টি হয়নি। পরে শুনানি ফের শুরু হয়।
ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, তার সঙ্গে যৌন সম্পর্কের বিষয়ে মুখ না খুলতে ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় সাবেক পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে প্রায় এক লাখ ৩০ হাজার ডলার ঘুষ দিয়েছিলেন ট্রাম্পের তৎকালীন আইনজীবী মাইকেল কোহেন।
ঘুষের এ মামলায় ট্রাম্প দোষী নাকি নির্দোষ- সেটিই আগামী কয়েক সপ্তাহে মূল্যায়ন করে দেখবে ১২ সদস্যের জুরি। আগামী সোমবারেই প্রাথমিক আইনি যুক্তিতর্ক শুনতে পারে আদালত। ট্রাম্পই প্রথম কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্ট, যিনি ফৌজদারি মামলায় বিচারের মুখোমুখি হয়েছেন। প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের মধ্যেই এ মামলায় ট্রাম্পের বিচার চলবে।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন