বৃহস্পতিবার পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তি পেয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের ক্রিকেটার টিম ডেভিড এবং ব্যাটিং কোচ কাইরন পোলার্ড। এই দুজনকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।
সংবাদ বিবৃতিতে আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, ডেভিড ও পোলার্ড অনুচ্ছেদ ২.২০-এর লেভেল-১ ভেঙেছেন। যেখানে স্পিরিট অব দ্য গেমের পুরো বিবরণী উল্লেখ করা থাকে।
তবে তারা ঠিক কী অপরাধ করেছেন সেটি উল্লেখ করেনি।
ডেভিড ও পোলার্ড দুজনই নিজেদের অপরাধ স্বীকার করেছেন এবং ম্যাচ রেফারি সাঞ্জায় ভার্মার দেওয়া শাস্তি মেনে নিয়েছেন।
পাঞ্জাবের বিপক্ষে দারুণ রোমাঞ্চকর ম্যাচটি ৯ রানে জেতে মুম্বাই। আইপিএলের চলতি আসরে ৭ ম্যাচ খেলে তিন জয় ও চার হারে পয়েন্ট টেবিলে এখন সপ্তম স্থানে আছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন