মৌলভীবাজার প্রতিনিধি \
শ্রীমঙ্গলে শেষ হয়েছে লোকজ ঐতিয্যের ধারক ৫দিন ব্যাপী বৈশাখী উৎসব। উৎসবের সমাপনী দিনে বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহন করা ৫শতাধিক প্রতিযোগীদের মধ্যে বিভিন্ন গ্রুপে বিজয়ী ১১০ জনকে পুরস্কার ও সনদ দেয়া হয়। গত (১৮ এপ্রিল) বৃহস্পতিবার অনুশীলন চক্রের সভাপতি কবি দ্বীপেন্দ্র ভট্টাচার্য্যের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মশিউর রহমান রিপন, শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী। উল্লেখ্য ৫দিন ব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন কৃষি মন্ত্রী ড. মো. আব্দুস শহীদ এমপি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন