আমেরিকার নতুন প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক এস এম শাহাদাত।
রবিবার (৮ নভেম্বর) প্রেরিত অভিনন্দনবার্তায় তারা নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের সর্বাঙ্গীন সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন, আমেরিকার নতুন প্রেসিডেন্টের নেতৃত্বে বাংলাদেশ ও আমেরিকার বন্ধুত্বের সম্পর্ক আরো সুদৃঢ় হবে।
নেতৃদ্বয় বলেন, জাগপা প্রত্যাশা করে ফিলিস্তিন-সহ মধ্যপ্রােচ্যে শান্তি প্রতিষ্ঠায় এবং আফগানিস্তানসহ এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা ও গণতন্ত্রহীন রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠায় নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বে আমেরিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন