নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সরকার বদ্ধপরিকর : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পেলেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে সরকার বদ্ধপরিকর। সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার মধ্যে দ্রুত সমন্বয় করা হচ্ছে। বিদ্যুৎকেন্দ্রে প্রাথমিক জ্বালানি নিরবচ্ছিন্ন  সরবরাহে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। 

শনিবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কম্পানি লিমিটেড (এপিএসসিএল) পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

 

 

নসরুল হামিদ বলেন, এই গরমের বিদ্যুতের চাহিদা ১৭ হাজার ৫০০ মেগাওয়াট হতে পারে। এই চাহিদা পূরণ করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হবে। একটিই চ্যালেঞ্জ―অর্থ।

বিদ্যুৎকেন্দ্রগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘কোথাও কোনো সঞ্চালন বা বিতরণে  সমস্যা থাকলে তা যেন দ্রুত কর্তৃপক্ষকে জানানো হয়।

 

আশুগঞ্জ পাওয়ার স্টেশন কম্পানি লিমিটেড একটি সরকারি মালিকানাধীন পাবলিক লিমিটেড কম্পানি এবং বাংলাদেশের সর্ববৃহৎ পাওয়ার হাব। এর ছয়টি ইউনিটের বর্তমান মোট বিদ্যুৎ উৎপাদনক্ষমতা এক হাজার ৫৮৪ মেগাওয়াট। আশুগঞ্জ পাওয়ার স্টেশন কম্পানির লক্ষ্য ২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা এক হাজার ৫৮৪ মেগাওয়াট থেকে তিন হাজার ৩০২ মেগাওয়াটে উন্নীত করা।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন