আইপিএলে বোলারদের ভুগতে দেখে ভালো লাগছে না গাভাস্কারের

দেদার রান হচ্ছে এবারের আইপিএলে। সর্বোচ্চ স্কোর, সর্বোচ্চ রান তাড়া, পাওয়ার প্লেতে সর্বোচ্চ রান―সব কিছুরই দেখা মিলেছে আইপিএলের এবারের আসরে। গতকালই যেমন দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে পাওয়ার প্লেতে রান তোলার (১২৫ রান) রেকর্ড গড়েছে সানরাইজার্স হায়দরাবাদ।

ব্যাটারদের জন্য ব্যাপারটা দারুণ।

তবে ব্যাটারদের এই দাপটে বেশ অসহায় দেখাচ্ছে বোলারদের। এ ব্যাপারটাই পছন্দ হচ্ছে না সুনীল গাভাস্কারের। আইপিএলের ধারাভাষ্যকক্ষে আছেন সাবেক এই ভারতীয় কিংবদন্তি।

 

কাছ থেকেই তাই বোলারদের অসহায়ত্ব দেখছেন গাভাস্কার।

এমনকি বাউন্ডারি সীমানা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি, ‘আমি ব্যাট নিয়ে কোনো পরিবর্তন চাই না। কারণ সেটা নিয়মের মধ্যেই রয়েছে। কিন্তু আমি লম্বা সময় ধরে বলে আসছি, প্রত্যক মাঠের বাউন্ডারির সীমানা আরো বড় করতে। আজকের( গতকাল) মাঠ দেখলে সেখানে বাউন্ডারি আরো দুই মিটার বড় করার যথেষ্ট সুযোগ ছিল।

এটা একটা ছক্কা এবং ক্যাচের মধ্যে পার্থক্য তৈরি করে দিতে পারে। আপনি ডিজিটাল বোর্ডের বিজ্ঞাপনগুলো আরো সরাতে পারেন, তাতে বাউন্ডারি দুই-তিন মিটার বাড়বে। তা না হলে বোলাররাই ভুগবে।’

 

নেটে ব্যাটারদের টি-টোয়েন্টি ব্যাটিং অনুশীলন রোমাঞ্চকর হলেও মাঝে মাঝে এটা বিরক্তিকর বলেও মনে করেন গাভাস্কার, ‘আমরা গত কিছুদিনে টি-টোয়েন্টিতে যা দেখছি, তা হলো ক্রিকেট কোচরা যেভাবে নেটে ব্যাটিং করান, সবাই যার যার ইচ্ছামতো ব্যাট ঘোরায়। এটা দেখতে রোমাঞ্চকর কিন্তু একটা সময় এটা বিরক্তিতে পরিণত হয়।

আমি আরো কঠিন ভাষা ব্যবহার করতাম, কিন্তু না।’

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন