সড়কে মারামারির ঘটনায় গ্রেফতার ‘টিকটক অপু’ ওরফে ‘অপু ভাই’কে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজিজুল হক।
তিনি বলেন, রোববার (২ আগস্ট) উত্তরা আলাউল এভিনিউতে মারামারির ঘটনায় টিকটকার অপু ভাই ও তার এক সহযোগী নাজমুলকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় অপু ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ড আবেদন করে সকালে আদালতে পাঠানো হয়। এছাড়া মারামারির ঘটনায় টিকটকার অপু ভাইয়ের অন্য সহযোগীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
তিনি বলেন, আমরা মাথায় তিনটি সেলাই লেগেছে। সোমবার সকালে আমার বাবা উত্তরা পূর্ব থানায় আটজনের নামোল্লেখ একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় অজ্ঞাতনামা আরও ২০/২৫ জনকে আসামি করা হয়েছে। এজাহারভুক্ত আসামির মধ্যে টিকটকার অপু ভাই (২০), শাহাদাত হোসেন (৩০), রনি (২৫), জসিম উদ্দিন (৪৫), মুরাদ (২২), নাজমুল (২১), শাকিল (২৫) ও সানিসহ (২২) রয়েছেন।
ওই মামলার ভিত্তিতে সোমবার সন্ধ্যায় উত্তরা আলাউল এভিনিউ এলাকায় অভিযান চালিয়ে টিকটকার অপু ভাই ও তার এক সহযোগী নাজমুলকে গ্রেফতার করে পুলিশ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন