সিলেট শহীদ স্মৃতি উদ্যান -এ লন্ডন বাংলা প্রেস ক্লাবের ৩৫ লাখ টাকার চেক হস্তান্তর

gbn

জিবি নিউজ ||

সিলেট ক্যাডেট কলেজ-সংলগ্ন বধ্যভূমিতে "সিলেট শহীদ স্মৃতি উদ্যান' প্রতিষ্ঠায় অংশীদার হলো লন্ডন বাংলা প্রেস ক্লাব । ক্লাবের সম্মানিত সাধারণ সদস্য ও আজীবন সদস্যদের সহযোগিতায় ৩৫ লাখ টাকা প্রদান করা হচ্ছে। ২১ এপ্রিল রোববার বিকেলে লন্ডন বাংলা প্রেস আয়োজিত এক অনুষ্ঠানে ৩৫ লাখ টাকার চেক (প্রতীকী) হস্তান্তর করা হয়। এই অর্থ শীঘ্রই সিলেট শহীদ স্মৃতি উদ্যানের একাউন্টে ট্রান্সফার করা হবে ।

অনুষ্ঠানে প্রতিকী চেকটি গ্রহণ করেন সিলেট শহীদ স্মৃতি উদ্যান ব্যবস্থাপনা কমিটির পক্ষে কমিটির অন্যতম উপদেষ্টা আহমদ উস সামাদ চৌধুরী জেপি। এই ৩৫ লাখ টাকার মধ্যে ১১ হাজার পাউন্ড দান করেছেন কনজার্ভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশ-এর প্রেসিডেন্ট বিশিষ্ট ব্যবসায়ী মুকিম আহমদ।

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ জুবায়ের এর সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মহিব চৌধুরী, সদ্যসাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, প্রেস ক্লাবের আজীবন সদস্য ইউকেবিসিসিআইর সাবেক প্রেসিডেন্ট বজলুর রশীদ এমবিই, ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট পাশা খন্দকার এমবিই, লন্ডনের ব্রেন্ট কাউন্সিলের সাবেক মেয়ার কাউন্সিলার পারভেজ কোরেশী ও ওয়ার্ক পারমিট ক্লাউডের সিইও ব্যারিস্টার লুৎফুর রহমান।

অনুষ্ঠানে লন্ডন বাংলা প্রেস ক্লাবের নির্বাহী সদস্য, সাধারণ সদস্য, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৩৫ লাখ টাকা সংগ্রহে বিশেষ ভুমিকা রাখার জন্য ক্লাবের সদ্যসাবেক প্রেসিডেন্ট এমদাদুল হক চৌধুরীকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে যাঁরা এই ফান্ডরেইজ ক্যাম্পেইনে স্বতঃস্ফুর্তভাবে সাড়া দিয়ে ৩৫ লাখ টাকা প্রদান করেছেন তাঁদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন