ইউক্রেন রবিবার বলেছে, তাদের নৌবাহিনী রাশিয়ার কৃষ্ণ সাগর নৌবহরের অন্তর্গত একটি সাহায্যকারী জাহাজকে অধিকৃত ক্রিমীয় উপদ্বীপে আঘাত করেছে। এতে জাহাজটি পরিষেবার বাইরে চলে গেছে।
হামলাটি কোথায় হয়েছিল তা বলা হয়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুটেজে কথিতভাবে সেভাস্তোপলের ক্রিমীয় বন্দরে একটি জাহাজকে আগুনে পুড়তে দেখা গেছে।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, “আজ ইউক্রেনের নৌবাহিনী অস্থায়ীভাবে অধিকৃত ক্রিমিয়ায় রুশ উদ্ধারকারী জাহাজ ‘কোমুনা’কে আঘাত করেছে।”
কিয়েভ জানিয়েছে, রুশ নৌবাহিনী জাহাজটিকে গভীর সমুদ্রের কাজের জন্য ব্যবহার করে, যার মধ্যে রয়েছে সাবমেরিন ও ডুবে যাওয়া মালামাল ওঠানো। এটি পরিষেবায় থাকা জাহাজের মধ্যে সবচেয়ে পুরনোগুলোর মধ্য একটি।
ইউক্রেনের নৌবাহিনীর মুখপাত্র দিমিত্রো প্লেটেনচুক বলেছেন, হামলার ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি অস্পষ্ট।
তবে জাহাজটি ‘আর কাজ করতে সক্ষম নয়’।
তিনি আরো বলেন, ‘এটি (হামলা) ঘটতে থাকবে, যতক্ষণ না রুশদের জাহাজ ফুরিয়ে যাবে বা ক্রিমিয়া ছেড়ে না যাবে।’
সেভাস্তোপলে রুশ নিয়োগকৃত গভর্নর মিখাইল রাজভোজায়েভ এর আগে বলেছিলেন, মস্কোর সামরিক বাহিনী বন্দরে একটি জাহাজে ‘জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আক্রমণ প্রতিহত করেছে’। তবে কোন জাহাজে হামলা হয়েছে তা তিনি বলেননি।
তিনি বলেছিলেন, ‘পড়ে যাওয়া (ক্ষেপণাস্ত্রের) টুকরাগুলোর কারণে একটি ছোট অগ্নিকাণ্ড হয়েছিল, যা দ্রুত নিভে গেছে।’
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন