শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে দ্বিতীয় টেস্টের পর আবাহনীর কাছ থেকে বিশ্রামে চেয়ে নিয়েছিলেন লিটন দাস। দলটির কোচ খালেদ মাহমুদ সুজনই জানিয়েছিলেন লিটনের বিশ্রামের কথা। বিশ্রাম শেষে দুই ম্যাচ পর ফিরে রানের দেখা পেয়েছেন এই ব্যাটার।
আজ প্রাইম ব্যাংকের বিপক্ষে আবাহনীর পাঁচ উইকেটে জয়ের পথে অপরাজিত ৫৬ রানের ইনিংস খেলেছেন লিটন।
তাঁর ১০৬ বলের ইনিংসটি ৭টি চারে সাজানো। আগে ব্যাটিং করে ১৭৮ রানে অলআউট হয় তামিম ইকবাল-মুশফিকুর রহিমদের প্রাইম ব্যাংক।
বড় রানের দেখা পাননি তামিম। তাসকিন আহমেদের বলে একরান করে তানভীর ইসলামের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি।
প্রাইম ব্যাংকের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেন জাকির হাসান। এছাড়া মুশফিকুর রহিমের ব্যাট থেকে আসে ৪৪ রান। আবাহনীর হয়ে শরিফুল ইসলাম তিন উইকেট নিয়েছেন। দুটি করে উইকেট নিয়েছেন তাসকিন, তানভীর ও মোসাদ্দেক হোসেন সৈকত।
ছোট লক্ষ্য ১১.৩ ওভার হাতে রেখে তাড়া করে ফেলে আবাহনী। এনামুল হক বিজয়ের সঙ্গে ওপেনিংয়ে নামা লিটন শেষ পর্যন্ত থেকে ম্যাচ শেষ করেন। এনামুল ও নাজমুল হোসেন শান্ত ২২ রান করে করেন। ঝোড়ো ইনিংস খেলেন তাওহিদ হৃদয়। ২৭ বলে ৫ ছক্কা ও ৪ চারে ৫৫ রান করে বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপুর বলে এলবিডব্লু হন তাওহিদ।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন