কল্কি’র নতুন টিজারে অমিতাভের চমকপ্রদ লুক

‘বাহুবলী’ দিয়ে আকাশ সমান জনপ্রিয়তা পাওয়া দক্ষিণী তারকা প্রভাস এখন বিশ্বজুড়ে জনপ্রিয় এক নাম। প্রভাসের সিনেমা মানেই দর্শক অনুরাগীদের তুমুল আগ্রহ। সর্বশেষ ‘সালার’-এর সাফল্যের এর এবার আসছে অভিনেতার ‘কল্কি ২৮৯৮ এডি’। ইতোমধ্যে সিনেমাটি ঘিরে হাইপ তুঙ্গে।

এবার নতুন এক টিজার প্রকাশ করে উত্তাপ ছড়ালেন নির্মাতারা।

 

রবিবার (২১ এপ্রিল) নতুন একটি টিজার প্রকাশ করেছেন নির্মাতারা। সিনেমাটি থেকে অমিতাভ বচ্চনের চরিত্রটি ঘিরে টিজারটি বেশ আলোড়ন ফেলে দিয়েছে। এতে অমিতাভকে একেবারেই ভিন্ন লুকে দেখা গেছে।

আপাদমস্তক নোংরা কাপড় দিয়ে ঢাকা অমিতাভের। সারা শরীরে ও মুখে ব্যান্ডেজ। শুধু চোখ দুটো দেখা যাচ্ছে তাঁর। টিজারে অমিতাভ নিজের চরিত্রের নাম উল্লেখ করে বলতে শোনা গেছে যে তিনি অশ্বথামার পুত্র।

অর্থাৎ মহাভারতের অন্যতম আলোচিত চরিত্র অশ্বথামার চরিত্রে দেখা যাবে অমিতাভকে। অশ্বথামা গুরু দ্রোনাচার্যের পুত্র যিনি শ্রীকৃষ্ণের অভিশাপে অভিশপ্ত হয়েছিলেন।

 

নিজের এমন রহস্যময় চরিত্রের পোস্টার শেয়ার করে অমিতাভ বচ্চন লিখেছেন, ‘এবার জানার সময় হয়েছে যে তিনি কে!’

 

ইতোমধ্যে সামনে এসেছে নাগ অশ্বিন পরিচালিত এই ছবির কিছু ঝলক। যেখানে অমিতাভ বচ্চন ছাড়াও দেখা মিলেছে কমল হাসান, প্রভাস, দীপিকা পাড়ুকোন এবং দিশা পাটানির। পৌরাণিক কাহিনি থেকে অনুপ্রাণিত ও বৈজ্ঞানিক কল্পকাহিনির ওপর ভিত্তি করে তৈরি হয়েছে সিনেমাটি।

যদিও শুরুতে সিনেমাটি ‘প্রোজেক্ট কে’ হিসেবেই জানতেন সবাই। পরে এর নাম রাখা হয় ‘কল্কি ২৮৯৮ এডি’। একাধিক ভাষায় মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির। এটি প্রযোজনা করছে অশ্বিনী দত্ত। 

 

গত বছরের জুলাইতে আমেরিকার সান দিয়েগোয় কমিক কন অনুষ্ঠানের উদ্বোধনে সামনে এসেছিল কাল্কির প্রথম পোস্টার। তারপর থেকে এটি ঘিরে সিনেমাপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। ২০২৪ সালের সবচেয়ে বড়, বিগ বাজেট এবং প্রতীক্ষিত সিনেমার একটি হতে চলেছে ‘কল্কি ২৮৯৮ এডি’। ২১ জুলাই মুক্তি পেতে যাচ্ছে এটি।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন