আইপিএলের বাকি অংশে আর খেলা হচ্ছে না মিচেল মার্শের। হ্যামস্ট্রিংয়ের চোটে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডার।
যদিও দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা মার্শ চোটে পড়ে গত ১২ এপ্রিল অস্ট্রেলিয়ায় ফিরে যান। আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দলের এই গুরুত্বপূর্ণ সদস্যকে নিয়ে বেশ সতর্ক ক্রিকেট অস্ট্রেলিয়া।
তাই মাঝপথে দেশে ফিরিয়ে নেওয়া হয় তাঁকে। দিল্লির প্রধান কোচ মার্শের স্বদেশি রিকি পন্টিং জানিয়েছেন, আইপিএলের এবারের আসরে আর ফিরছেন না মার্শ।
সংবাদ মাধ্যমকে পন্টিং বলেন, 'আমার মনে হয় না সে (মার্শ) আর ফিরে আসবে। বদলি ক্রিকেটারদের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময়সীমা থাকে।
ক্রিকেট অস্ট্রেলিয়া তার পুনর্বাসন প্রক্রিয়া শুরু করতে চাইছিল। আমরা তাই যত দ্রুত সম্ভব তাকে ফেরত পাঠিয়েছি। কয়েক সপ্তাহ ধরে তার পুনর্বাসন প্রক্রিয়া চলছে। তার সঙ্গে সেদিন আমার কথা হয়েছে এবং মনে হয়েছে সেরে উঠতে কিছুটা বেশি সময় লাগবে।
আমার মনে হয় না টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে কোনো সমস্যা হবে।'
এই মৌসুমে দিল্লীর হয়ে মাত্র ৪টি ম্যাচ খেলেছেন মার্শ। ৩ ইনিংসে ব্যাট করে মাত্র ৬১ রান করেন তিনি। উইকেট নেন একটি। গতবারও মার্শকে পুরো মৌসুম পায়নি দিল্লি। নয় ম্যাচ খেলেছিলেন তিনি।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন