জেসমিন মনসুর//
গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন কেন্দীয় কমিটির উদ্দোগে ভ্যাচুয়ালি ঈদ পুনর্মিলনী ও বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময় ।সভায় ঈদের গান ও বৈশাখের গান পরিবেশন করা হয় ।সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জনাব মুহিবুর রহমান মুহিব ও পরিচালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক ময়নুল চৌধুরী হেলাল ।
অতি সম্প্রতি জুম এর মাধ্যমে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিশেষ করে ইংল্যান্ড আমেরিকা,বাংলাদেশ ,মধ্যপাচ্য কাতার ,সৌদি আরব,
বাহরাইন,ফ্যান্স ,ইতালী ,জার্মানী,আয়ারল্যান্ড ,স্পেন ,স্কটল্যন্ড ,মাসয়েশিয়া ,ও অষ্টেলিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশথেকে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন নেতৃবৃন্দ অংশগহন করেন ।বৈশাখী সংগীত পরিবেশন করেন বীর মু্ক্তিযোদ্বা ও একুশে পদক পাপ্ত ডাঃ অরুপ রতন চৌধুরী ,ও বিশিষ্ট সংগীত শিল্পী হিমাদ্যী বিশ্বাস এবং রমজানের ঐ রোজার শেষে এলো খুশীর সহ আর ঈদের গান পরিবেশন করেন সংগীত শিল্পী ও লেখক আলী ইদ্রিস।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গ্লোবাল জাালাবাদ এসোসিয়েশনের সহ সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় সহ সভাপতি আবুল কালাম আজাদ ছোটন, কেন্দ্রীয় সহসভাপতি কানাডা জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি দেবব্রত দে তমাল, সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপতি
ও গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের ফাউন্ডার্স কনভেনার সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, কেন্দ্রীয় সহ সভাপতি অলি উদ্দিন শামীম
সহ সভাপতি শেখ ফারুক আহমদ ,আবুল হোসেন কাউন্সিলার ফয়জুর রহমান কোষাধ্যক্ষ রফিক হায়দার ,বাংলাদেশ ইউনিটের সাধারন সম্পাদক তিতাস গ্যাস এর সাবেক জি এম ইন্জিনিয়ার মহিব উদ্দিন,বাংলাদেশ ইউনিটের অধ্যক্ষ নেছার আলী ,
বীর মুক্তিযোদ্বা আব্দুল মোনেম নেহেরু ,ছাঁদের আহমদ, বাংলাদেশ ইউনিটের বাংলাদেশ ইউনিটের উপদেষ্টা এনামুল হক চৌধুরী জালাল, সহ সম্পাদক শামীম আহমদ নিউজার্সীর সহ সভাপতি আবুল কাশেম মজুমদার ও আখলাকুল আম্বিয়া চৌধুরী । জালালাবাদ এসোসিয়েশন ইউ কের সাধারন সম্পাদক সৈয়দ সাদেক আহমদ, ইংল্যান্ড এর সহ সম্পাদক আব্দুল ওদুদ দীপক সাংগঠনিক সম্পাদক মিজু চৌধুরী, আমেরিকার নিউইয়র্ক থেকে যোগদান করেন কেন্দীয় সাংগঠনিক সম্পাদক শ্যামল কান্তি চন্দ ,ফ্যান্স গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি ফয়ছল উদ্দিন সহ ও সহ সভাপতি আব্দুল বাছিত ,মালয়েশিয়া থেকে যুক্ত হন জাকারিয়া আহমেদ বাহরাইন থেকে যুক্ত হন সম্যাট নজরুল ইসলাম সিদদিকী বাংলাদেশ থেকে অংশগহন করেন আব্দুস সালাম ,রাসেল কোরআন তেলাওয়াত করেন মাওলানা আব্দুল কুদ্দুস উন্নয়নে প্রবাসীদের অবদানের কথা তুলে ধরেন এবং গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন নেতবৃন্দ শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বলেন এই সংগঠনের মাধ্যমে দেশের উন্নয়নে পবাসীদের নিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবে এই আশাবাদ ব্যক্ত করেন ।
গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের উদ্দোগে ঈদের ও বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময় অনুষ্টানে যোগদানকরেনইউরোপ,আমেরিকা,মধ্যপাচ্য ,এশিয়া অষ্টেলিয়া,কালাডা ,মালয়েশিয়া,কাতার,বাহরাইন,সৌদিআরব,ইংল্যান্ড ,ফ্যান্স,ইতালী,জার্মানী,বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের নেতৃবৃন্দ অংশগহন করেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন