ধর্ষণের অভিযোগে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা দুই ফুটবলারকে গ্রেপ্তার করেছিল পুলিশ। দুজনের বয়সই ১৯, খেলেনও একই ক্লাবে। কিন্তু ফুটবলার দুজনের নাম ও ক্লাবের নাম গোপন রাখা হয়েছে।
জিজ্ঞাসাবাদের পর অবশ্য দুজনকেই জামিন দেওয়া হয়েছে।
তদন্ত চলমান আছে। এ ব্যাপারে একজন পুলিশ বলেছে, ‘ধর্ষণের অভিযোগের পর অফিসার দুজনকে গ্রেপ্তার করেছিল। ধর্ষণে উৎসাহ দেওয়া, সাহায্য করা এবং লাঞ্ছনার অভিযোগে ১৯ বছর বয়সী একজনকে গ্রেপ্তার করা হয়। একই বয়সের আরেকজনকে গ্রেপ্তার করা হয় ধর্ষণের অভিযোগে।
দুজনকেই জামিন দেওয়া হয়েছে।’
গত শুক্রবার ঘটেছে এ ঘটনা। পুলিশের কাছে অভিযোগ দায়েরের পর থেকে বিষয়টা তারাই দেখছে। এ জন্য দুই ফুটবলারের ক্লাব এখনো মুখ খোলেনি।
তদন্তের পর হয়তো সেই দুই ফুটবলার ও ক্লাবের নাম জানা যাবে।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন