শ্বাসরুদ্ধকর শেষ ওভারে গুজরাটকে হারালো দিল্লি

আইপিএলের আরও একটি হাইস্কোরিং ম্যাচে শ্বাসরুদ্ধকর শেষ ওভারে গুজরাট টাইটানসকে ৪ রানে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস। দিল্লির ৪ উইকেটে ২২৪ রানের জবাবে ব্যাট করতে নেমে জয়ের জন্য শেষ ওভারে গুজরাটের দরকার ছিল ১৯ রান। আর শেষ বলে দরকার ৫ রান।

গুজরাটকে সেই ৫ রান করতে না দেয়নি দিল্লি। স্ট্রাইকে থাকা গুজরাটের ব্যাটার রশিদ খানকে শেষ বলে কোনো রান করতে দেননি দিল্লির পেসার মুকেশ খান। যে কারণে গুজরাটের ইনিংস থেমেছে ৮ উইকেটে ২২০ রানে।

 

বুধবার নিজেদের ঘরের মাঠ অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে অ্যাক্সার প্যাটেল ও অধিনায়ক রিশাভ পান্তের দুটি দুর্দান্ত ইনিংসের উপর ভর করে ৪ উইকেটে ২২৪ রানের ভালোমানের স্কোর দাঁড় করায় দিল্লি।

৪৩ বলে ৬৬ রানের দারুণ একটি ইনিংস খেলেন প্যাটেল। ৫ বাউন্ডারি ৪ ছক্কায় ইনিংস সাজান তিনি। আর পান্ত ফিফটি করার পর হাঁটছিলেন সেঞ্চুরির দিকে। তবে ওভার শেষ হয়ে যাওয়ার কারণে তিনি অপরাজিত ছিলেন ৮৮ রানে। ৫ বাউন্ডারির সঙ্গে ৮ ছক্কা হাঁকান পান্ত।

 

জবাবে ব্যাট করতে নামা গুজরাটের হয়ে ফিফটি হাঁকান সাই সুদর্শন ও ডেভিড মিলার। ৩৯ বলে ৬৫ রান করেন সুদর্শন আর ২৩ বলে ৫৫ রান করেন মিলার। তবে তাদের দুই দারুণ ফিফটি কাজে লাগেনি গুজরাটের। ৪ রানে হেরেই মাঠ ছাড়তে হয়েছে শুবমান গিলের দলকে।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন