কন্ডিশনের কারণে বিশ্বকাপ নিয়ে আশাবাদী সাকিব

আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খুব বেশি দূরে নেই। বিশ্বকাপ সামনে রেখে তাই দল গোছানো শুরু করেছে বাংলাদেশ। এরমধ্যে বিশ্বকাপের সম্ভাব্য ক্রিকেটারদের নিয়ে জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি ক্যাম্পের দলও ঘোষিত হয়েছে। 

যদিও সেখানে নেই অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান।

আপাতত পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে আছেন সাকিব। কয়েকদিনের মধ্যে তাঁর দেশে ফেরার কথা রয়েছে। দেশে ফিরে শেখ জামালের হয়ে ঢাকা প্রিমিয়ার ক্রিকেটের সুপার লিগের কয়েকটি ম্যাচ খেলবেন তিনি।

 

এরপর সাকিব জাতীয় দলের আবহে ঢুকে যাবেন।

জিম্বাবুয়ে সিরিজের শেষ তিনটি টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে তাঁর। এর আগে গতকাল যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে আশার কথাই শুনিয়েছেন এই অলরাউন্ডার, 'আমাদের প্রস্তুতিটা আশা করি বেশ ভালো হবে। এর আগে যখন আমরা এখানে (যুক্তরাষ্ট্র) খেলেছি প্রচুর সমর্থন পেয়েছি। আমরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওই সময় সিরিজ জিতেছিলাম।

আশা করি এবারও ওরকম ভালো কিছু করতে পারব আমরা। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের পারফরম্যান্স অনেক ভালো ছিল। ওখান থেকে যদি আরেকটু উন্নতি করতে পারি, আমার মনে হয় এবার আমাদের আরো ভালো করার সম্ভাবনা আছে।'

 

শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের প্রথম দুই ম্যাচ ডালাস ও নিউইয়র্কে। সেন্ট ভিনসেন্টে নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে শেষ দুই ম্যাচ।

বিশ্বকাপের 'গ্রুপ অব ডেথ' বলা হচ্ছে এটিকে। সাকিব নিজেও সেটি মানছেন। তবু তাঁকে আশাবাদী করে তুলছে দুই দেশের কন্ডিশন, 'আমার মনে হয় কন্ডিশন যেমন হবে, সেটা আমাদের সহায়তা করবে। ওয়েস্ট ইন্ডিজ আমাদের (খেলার) সঙ্গে বেশ মানানসই। সেখানে একই ধরনের পিচ (বাংলাদেশের মতো) আমরা পেতে পারি। ডালাসেও আমাদের সহায়ক পিচ হতে পারে। তবে আমি জানি না নিউইয়র্কের পিচ কেমন হবে।'

 

বিশ্বকাপে প্রবাসী দর্শকদের থেকে প্রচুর সমর্থন পাওয়ার আশা সাকিবের, 'আশা করছি প্রচুর সমর্থন পাব। ভালো করি, খারাপ করি আপনাদের অনেক সমর্থন পাব, এটাই আমার আশা। সমালোচনাও করতে পারেন, সমস্যা নেই। আমি মনে করি, আমরা আপনাদের ভালোবাসা ও সমর্থনের প্রতিদান দিতে পারব। বিশ্বকাপের আগে আমাদের জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সিরিজ আছে। আশা করি প্রস্তুতিটা ভালো হবে। সবাই সুস্থ থাকতে পারবে। আমাদের খেলোয়াড় তো খুব কম, তাই কেউ চোটে পড়লে ওই মানের ক্রিকেটার পাওয়া কঠিন। সবাই যাতে সুস্থ থেকে পুরো বিশ্বকাপ খেলতে পারে সেই দোয়া করবেন।'

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন