জুড়িতে হুইসেল ব্লোয়ার অন্তভুক্তিকরন সভা

মৌলভীবাজার প্রতিনিধি \

যুবদের ক্ষমতায়ন ও জাতীয় যুবনীতি- বাস্তবায়নকল্পে জেলার জুড়ী উপজেলায় হুইসেল ব্লোয়ার অন্তভুক্তিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২৫এপ্রিল) বৃহস্পতিবার জেলার জুড়ী উপজেলার মোক্তাদিও উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে যুব ফোরামের আয়োজনে এবং বে-সরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর “আস্থা” প্রকল্পের সহযোগিতায় হুইসেল ব্লোয়ার অন্তভুক্তিকরণ সভা অনুষ্ঠিত হয়। জুড়ী যুব ফোরামের আহব্বায়ক সেলিনা আক্তার এর সভাপতিত্বে এবং রূপান্তর এর জেলা সমন্বয়কারী মুনজিলার পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার নাগরিক প্লাটফর্ম এর আহব্বায়ক নজরুল ইসলাম মুহিব। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার নাগরিক প্লাটফর্ম এর সদস্য সাইফুল ইসলাম সুমন জুড়ী উপজেলা দূনীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ তাজুল ইসলাম। সভায় প্রকল্প সর্ম্পকে স্বাগত বক্তব্য উপস্থাপনা করেন রূপান্তর এর সিলেট বিভাগীয় কাষ্টারের কো অডিনেটর তারেক হাসান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন রূপান্তর এর ফিল্ড অফিসার মনিরুল ইসলাম। হুইসেল বেøায়ার অন্তভুক্তিকরণ সভা বক্তব্য রাখেন জুড়ি উপজেলা যুব ফোরামের সদস্য সাবিনা আক্তার রাহেলা আক্তার,সাজু রায় প্রমূখ। সভায় যুব সদস্য বৃন্দতাদরে অভজ্ঞিতা র্বননা সহ র্সাবকি সমস্যা তুলে ধরনে। যুবদের দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ, সামাজিক মূল্যবোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা,সন্ত্রাসমুক্ত একটি সহনশীল অহিংস সমাজ গঠন ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে অংশগ্রহনের মাধ্যমে নেতৃত্ব বিকাশে দক্ষতা বৃদ্ধি করার লক্ষ্যে কাজ করছে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন