দারুণ জয়ে সিরিজে এগিয়ে গেল নিউজিল্যান্ড

শেষ ওভারে পাকিস্তানের দরকার ছিল ১৮ রান। জিমি নিশামের প্রথম বলেই চার মেরে আশা জোরাল করেন উসামার মীর। কিন্তু পরের বলেই ইয়ার্কারে মীরের উইকেট তুলে নেন কিউই পেসার। পঞ্চম বলে ইমাদ ওয়াসিম চার মারলে ম্যাচ জিততে পাকিস্তানের শেষ বলে লাগত ছয় রান।

কিন্তু নিশামের বলে এক রানের বেশি নিতে পারেননি ইমাদ। তাতে চতুর্থ টি-টোয়েন্টি চার রানে জিতে নেয় নিউজিল্যান্ড। এতে সিরিজে ২-১ এ এগিয়ে গেল কিউইরা।

 

 

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ১৭৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই বাবর আজমকে হারায় পাকিস্তান।

ও'রোকের বলে ফক্সক্রোফটের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে পাকিস্তান অধিনায়ক করেন চার বলে স্রেফ পাঁচ রান। এরপর উসমান খানকে নিয়ে রানের চাকা সচল রাখেন সাইম আয়ুব। ২০ রান করা আয়ুব ফেরার পর পাওয়ার প্লেতেই উসমান খানও (১৫) ফেরেন ড্রেসিং রুমে।

 

 

বাহাতি ব্যাটার ফকর জামান দেখে শুনে খেলতে থাকে।

তাকে সঙ্গ দিতে থাকেন শাদাব খান। দলীয় ৭৯ রানে শাদাব ফিরলে ফকরের সঙ্গে জুটি গড়েন ইফতিখার আহমেদ। ফকর তুলে নেন ফিফটি। ৪৫ বলে ৬১ রান করে বেন সিয়ার্সের বলে আউট হন ফকর। ইফতিখারও ফেরেন ২২ রানে।

শেষ দিকে ইমাদ ২২ রানে অপরাজিত থাকলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না।

 

 

এর আগে টস হেরে ব্যাট করে নেমে দুর্দান্ত শুরু পায় সফকারী নিউজিল্যান্ড। উদ্বোধনী জুটি থেকে আসে ৫৬ রান। টম ব্লান্ডেল ২৮ রানে ফিরলেও টিম রবিনসন ঝোড়ো ব্যাটিংয়ে থামেন ৫১ রানে। এছাড়া ফক্সক্রোফট ৩৪ আর শেষ দিকে ব্রেসওয়েলের ২৭ রান কিউইদের এনে দেয় ১৭৮ রানের লড়াকু সংগ্রহ। এই রান টপকে যেতে পারেনি পাকিস্তান।

 

পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটি বৃষ্টিতে ভেসে যায়। দ্বিতীয় ম্যাচ পাকিস্তান জিতলেও তৃতীয় ও চতুর্থ ম্যাচ জিতে সিরিজে এগিয়ে গেল নিউজিল্যান্ড। ২৭ এপ্রিল এই ভেন্যুতেই হবে সিরিজের শেষ ম্যাচ।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন