কোহলি-হার্দিককে ভারতের বিশ্বকাপ দলে দেখছেন না মাঞ্জরেকার

ভারতের সাবেক ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত দলে দেখছেন না সময়ের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি ও আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়াকে।

আইপিএলের এবারের আসরে স্টার স্পোর্টসের সঙ্গে কাজ করছেন মাঞ্জরেকার। সাবেক ক্রিকেটারদের কাছে তাদের পছন্দসই বিশ্বকাপের দলের কথা জানতে চেয়েছে সম্প্রচারকারক প্রতিষ্ঠানটি। সেটারই অংশ হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজের পছন্দ মতো ভারতের ১৫ সদস্যের দল দেন মাঞ্জরেকার।

 

৯ ইনিংসে ৬১.৪৩ গড় ও ১৪৫.৭৬ স্ট্রাইক রেটে ৪৩০ রান নিয়ে এখন অবধি সর্বোচ্চ রান সংগ্রাহক কোহলি। তবে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে থাকবেন কিনা সেটার নিশ্চয়তা নেই। সাবেক ক্রিকেটার, সমর্থকদের ধারণা কোহলির রান তোলার গতি টি-টোয়েন্টির সঙ্গে মানানসই নয়। যার ফলে প্রশ্ন উঠছে এই ব্যাটারের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকা নিয়ে।

মাঞ্জরেকারও নিজের দলে কোহলিকে রাখেননি। অবশ্য কোহলিকে না রাখার কোন ব্যাখ্যা দেননি মাঞ্জরেকার। 

 

মাঞ্জরেকার তার বিশ্বকাপ দলে ওপেনার হিসেবে রেখেছেন অধিনায়ক রোহিত শর্মা ও যশস্বী জয়সাওয়ালকে। বিকল্প ওপেনার হিসেবে আছেন লোকেশ রাহুল।

যদিও তাকে মিডল অর্ডারে খেলানোর পক্ষে ভোট দিয়েছেন মাঞ্জরেকার। তিনে মাঞ্জরেকারের পছন্দ সঞ্জু স্যামসন। রাজস্থান রয়্যালসের হয়ে ছন্দে রয়েছেন তিনি। এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে ৩ হাফ সেঞ্চুরিতে করেছেন ৩১৮ রান। চারে রেখেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটার সূর্যকুমার যাদবকে।

 

 

১৫ সদস্যের স্কোয়াডে স্পিনার হিসেবে রবীন্দ্র জাদেজার সঙ্গে রেখেছেন যুযবেন্দ্র চাহাল এবং কুলদীপ যাদবকে। জাদেজার বিকল্প হিসেবে রেখেছেন লখনউ সুপার জায়ান্টসের অলরাউন্ডার ক্রুনাল পাণ্ডিয়াকে। পেস ইউনিটের নেতৃত্বে রেখেছেন জসপ্রিত বুমরাহকে। সঙ্গে রেখেছেন আভেস খান, মোহাম্মদ সিরাজ, মায়াঙ্ক যাদব এবং হার্শিত রানাকে। 

এদিকে মাঞ্জরেকারের বিশ্বকাপ দলে নেই চেন্নাই সুপার কিংসের জার্সিতে দারুণ ছন্দে থাকা শিভাম দুবে। রাখা হয়নি হার্দিককে। জায়গা হয়নি রিংকু সিংয়েরও।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন