শাহীন আহমেদকে আবারো কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান চান শুভাঢ্যার জনগন

সৈয়দ নাজমুল হাসান, ঢাকা |

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক এর আয়োজনে করে কেরানীগঞ্জ উপজেলার শুভাঢ্যা ২ নং ওয়ার্ড আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠন। 

আজ শনিবার (২৭ এপ্রিল) সন্ধায় ঢাকার কেরানীগঞ্জ উপজেলার শুভাঢ্যা ইউনিয়নের যাউবাড়িতে আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ চেয়ারম্যান পদপ্রার্থী শাহীন আহমেদ (আনারস) 'র পক্ষে উঠান বৈঠক করে কেরানীগঞ্জ উপজেলার শুভাঢ্যা ২ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠন। 

শুভাঢ্যা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মাদ বাসের উদ্দিন এর সভাপতিত্বে উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক হাজী মোহাম্মাদ ইকবাল হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মোহাম্মাদ মজিবুর রহমান ও দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোজাহিদুল ইসলাম মামুন।

উঠান বৈঠকে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন, সনী, বিপ্লব, আরিফ, পলাশ, রাজু, মামুন, আনোয়ার, ফয়েজ, তানজিম, সাগর, রাসেলসহ আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, যুবলীগ মহিলা লীগ, সেচ্ছাসেবকলীগ, কৃষিলীগ, শ্রমিকলীগসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা । 

বক্তারা আনারস মার্কায় শাহীন আহমেদকে ভোট দিয়ে জয়যুক্ত করার পাশাপাশি মাইক মার্কায় সাবেক শাক্তা ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন লিটন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ঢাকা জেলা যুব মহিলালীগের আহ্বায়ক আসমা আক্তার ( রেশমা জামান) কে কলস মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।  

উল্লেখ, চেয়ারম্যান পদে আবারও প্রতিদ্বন্দ্বিতা করছেন দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহিন আহমেদ। টানা তিনবারের উপজেলা চেয়ারম্যান। বর্তমানে এ দায়িত্বেই আছেন। এর মধ্যে টানা দুই বার পেয়েছেন শ্রেষ্ঠ চেয়ারম্যানের পুরষ্কার। উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হিসেবে দলের নেতাকর্মী, সাধারণ মানুষের মধ্যেও রয়েছে তাঁর গ্রহণযোগ্যতা। 

সূত্র জানায়, বিএনপি-জামায়াত জোট সরকারের (২০০১-২০০৬) সময় শাহিন আহমেদ দলের নেতাকর্মীদের একত্রিত করেছিলেন। দুর্দিন, দু:সময়ে যেকোন প্রয়োজনে দলের নেতাকর্মীদের পাশে ছিলেন। নেতা-কর্মীদের আগলে রেখে উপজেলা আওয়ামী লীগকে সুসংগঠিত করেছেন। কর্মসূচির নাম করে বিএনপি-জামায়াত যেনো, দেশ বিরোধী কোন ধরনের নাশকতা করতে না পারে। সেটিও রুখে দিয়েছেন তিনি।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন