শাবনূরের সঙ্গে তুলনা, যা বললেন পূজা চেরি

‘লিপস্টিক’ ছবি দেখতে বগুড়ার ‘ঝংকার’ সিনেমা হলে গেলেন সিনেমাটির নায়ক আদর আজাদ, নায়িকা পূজা চেরি ও নির্মাতা কামরুজ্জামান রোমান। ইতোমধ্যেই টিকিটের সঙ্গে দর্শকদের বিরিয়ানির প্যাকেট দিয়ে বেশ আলোচনায় উঠে এসেছে সিনেমাটি। দেশে প্রথমবারের মতো এমন প্রচারণা ঘটলো। আর এবার সরাসরি দর্শকদের সামনে গিয়ে হাজির হলেন সিনেমার কলাকুশলীরা।

 

 

শুক্রবার (২৬ এপ্রিল) ‘লিপস্টিক’র প্রমোশনে বগুড়ায় গিয়েছিলেন নায়ক-নায়িকাসহ কয়েকজনের একটি টিম। প্রথমে যান বগুড়া ধুনটের সেই ঝংকার সিনেমা হলে। যেখানে টিকিটের সঙ্গে দর্শকদের বিরিয়ানির প্যাকেট দেওয়া হচ্ছে। পরে বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে যান।

মূলত এদিন থেকেই স্ক্রিনিং শুরু হয়েছে সিনেমাটির। সেখানে সিনেমার প্রমোশনের পাশাপাশি চিত্রনায়িকা শাবনূরকে নিয়েও মন্তব্য করেন পূজা।

 

বগুড়ায় দর্শকদের সঙ্গে কুশল বিনিময়কালে পূজাকে শাবনূরের সঙ্গে তুলনা করলে অভিনেত্রী বলেন, ‘কিংবদন্তি কোনো আর্টিস্টের সঙ্গে যখন তুলনা দিলে অবশ্যই ভালো লাগে। তবে আমরা যারা নতুন এসেছি এবং কাজ করছি, তারা আসলে নিজের পরিচয়ে নিজেদের পরিচিত করতে চাই।

আমিও চাই সবাই যেন আমাকে আমার নামে চেনে। আর শাবনূর আপুর নাম তো ভালোবাসার নাম। অন্য সবার মতো আমি নিজেও ব্যক্তিগতভাবে অনেক বড় ভক্ত তাঁর।’

 

তিনি আরো বলেন, ‘শাবনূর আপু ব্যক্তি হিসেবে অনেক ভালো একজন মানুষ। তাই তাঁর সঙ্গে আসলে তুলনা করবেন না।

কারণ শাবনূর আপু একজনই। তাঁর মতো কেউ হতেও পারবে না, তাঁর মতো হওয়ার চেষ্টা করতে গেলেও আসলে ফেইল হবে। তাই আমি চেষ্টা করতে চাই। আমি আমার মতো নিজের পরিচয়ে বড় হতে চাই।’

 

‘লিপস্টিক’ দর্শকদের খুব ভালো সাড়া পাচ্ছে জানিয়ে পূজা বলেন, ‘আমি তো বেশ কিছু সিনেমা করেছি। এর মধ্যে অধিকাংশ সিনেমারই প্রশংসা করেছে দর্শক। তবে কিছু কিছু দর্শক আবার নেগেটিভ কথাও বলেছে। তবে লিপস্টিকের ক্ষেত্রে আমি বলতে পারি, এখনও পর্যন্ত কোনো নেগেটিভ ভাইভও পাইনি, নেগেটিভ ফিডব্যাকও পাইনি। এই ব্যাপারটা আসলে আমাদের সবার জন্য খুবই ভালো।’

অভিনেত্রী আরো বলেন, ‘এখন পর্যন্ত যে যে সিনেমা হলে গিয়েছি, সবগুলো সিনেমা হলের দর্শকই খুব পজিটিভ। আমরা সিনেমার শেষে হলগুলোতে গিয়েছি দর্শকদের কেমন লেগেছে, এটা জানার জন্য। তারা সবাই খুব এক্সাইটেড ছিল।’

‘লিপস্টিক’ সিনেমাটি নির্মাণ করেছেন কামরুজ্জামান রুমান। কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। মূলত রোমান্টিক থেকে সাইকো থ্রিলারের গল্পে নির্মিত হয়েছে সিনেমাটি। পূজা-আদর ছাড়া আরও অভিনয় করেছেন—শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, নাদের চৌধুরী, চিকন আলী, ফারজানা ছবি, মনিরা মিঠুসহ আরও অনেকে।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন