কম্বোডিয়ার পশ্চিমে একটি সেনাঘাঁটিতে গোলাবারুদ বিস্ফোরণে দেশটির ২০ জন সেনা নিহত হয়েছেন। দেশটির প্রধানমন্ত্রী হুন মানেট শনিবার এ কথা বলেছেন।
হুন মানেট বিশদ বিবরণ না দিয়ে ফেসবুকে একটি বিবৃতিতে বলেছেন, স্থানীয় সময় শনিবার বিকেলে কাম্পং স্পেউ প্রদেশের সেনাঘাঁটিতে বিস্ফোরণ হয়েছে। এতে বেশ কয়েকজন সেনা আহতও হয়েছেন।
নিহতদের পরিবারের প্রতি ‘গভীর সমবেদনা’ প্রকাশ করে হুন মানেট বলেছেন, ‘গোলাবারুদ বিস্ফোরণের ঘটনার খবর পেয়ে আমি গভীরভাবে মর্মাহত।’
কী কারণে বিস্ফোরণ ঘটেছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিগুলোতে একটি ধ্বংসপ্রাপ্ত একতলা ভবনকে ধোঁয়ায় আচ্ছন্ন দেখা যায়। পাশের গ্রামের বাসিন্দারাও ভাঙা জানালার ছবিগুলো অনলাইনে শেয়ার করেছেন।
হুন মানেট বিবৃতিতে বলেছেন, জরুরিভাবে নিহত সেনাদের শেষকৃত্যের ব্যবস্থা করতে তিনি জাতীয় প্রতিরক্ষামন্ত্রী এবং রয়াল কম্বোডিয়ান সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফকে নির্দেশ দিয়েছেন।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন