সৈয়দ নাজমুল হাসান, ঢাকা ||
তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ রাজধানীসহ সারাদেশবাসী। কোথাও নেই স্বস্তির দেখা। বৈশাখের খরতাপে প্রাণ ওষ্ঠাগত হলেও জীবিকার তাগিদে রাস্তায় নামতে হচ্ছে মানুষকে। এতে অনেকেই হিট স্ট্রোকে প্রাণ হারাচ্ছেন।এমতাবস্থায় ঢাকা শহরের সাধারণ মানুষ, পথচারী, রিকশাচালকসহ বিভিন্ন পেশার মানুষের মধ্যে স্বস্তি আনতে পথচারীদেরকে শীতল লেবুর শরবত পান করাচ্ছে হিজড়া মাদরাসার শিক্ষার্থীরা।
আজ রবিবার (২৮ এপ্রিল) রাজধানী ঢাকার কামরাঙ্গীরচর ছাতা মসজিদ রোড এলাকায় অবস্থিত দেশের প্রথম বেসরকারিভাবে হিজড়া জনগোষ্ঠীর (তৃতীয় লিঙ্গ) মাদরাসা দাওয়াতুল কোরআন মাদরাসার উদ্যোগে এবং মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুর রহমান আজাদ এর সার্বিক ব্যবস্থাপনায় মানবিক ও বরকতময় এই কাজ করছে মাদরাসার হিজড়া (তৃতীয় লিঙ্গ) মাদরাসার শিক্ষার্থীরা।
সকাল থেকেই হিজড়া (তৃতীয় লিঙ্গ) মাদরাসার শিক্ষার্থীরা শত শত সাধারণ মানুষ, পথচারী, রিকশাচালকসহ বিভিন্ন পেশার মানুষদের হাতে তুলে দেন শীতল লেবুর শরবত।
মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুর রহমান আজাদ বলেন,"প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এটি চলবে। যতদিন এরকম তীব্র তাপপ্রবাহ চলমান থাকবে ততদিন এই কার্যক্রম চলমান থাকবে।এই তীব্র তাপপ্রবাহে পানি খুবই দরকার। তাছাড়া পানি পান করানো অনেক সওয়াবের কাজ। দাওয়াতুল কোরআন মাদরাসার শিক্ষার্থীরা যে কাজটি করছে টা একটি ভাল কাজ। "
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন