ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ নারী দল। তবে সিলেটে টসে জিততে পারেননি স্বাগতিক অধিনায়ক নিগার সুলতানা। সফরকারীরা টস জিতে বাংলাদেশের হাতে বল তুলে দিয়েছে।
দ্বিপাক্ষিক সিরিজটি দুই দলের কাছেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ।
এর আগে এই সংস্করণে দুই দল মুখোমুখি হয়েছে ১৭ বার। যেখানে ফেভারিট ভারত ১৪ বার জিতেছে, সেখানে বাংলাদেশের জয় ৩টি।
দুই দলের একাদশ -
বাংলাদেশ : নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার, দিলারা আক্তার দোলা, সোবহানা মোস্তারি, মুরশিদা খাতুন, স্বর্ণা আক্তার, রাবেয়া, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, সুলতানা খাতুন ও ফারিহা ইসলাম।
ভারত : স্মৃতি মান্ধানা, হারমানপ্রীত কউর (অধিনায়ক), শেফালি ভার্মা, স্বস্তিকা ভাটিয়া, দীপ্তি শর্মা, সাজানা সাজিভান, রিচা ঘোষ, পূজা ভাস্তকার, রেনুকা সিং, শ্রেয়াঙ্কা পাটিল ও রাধা যাদব।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন