জিবিনিউজ 24 ডেস্ক //
প্লে-অফ ম্যাচে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে ৬ উইকেটে হারিয়েছে ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দরাবাদ। আর এ ম্যাচ হেরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বিদায় নিয়েছে ব্যাঙ্গালুরু। অন্যদিকে ফাইনালে যাওয়ার আশা জাগিয়ে রাখলো হায়দরাবাদ। রোববার (৮ নভেম্বর) দ্বিতীয় কোয়ালিফায়ারে দিল্লির সঙ্গে খেলবে তারা।
ম্যাচে ওপেনিংয়ে নেমে ৭ বলে ৬ রান করেছেন কোহলি। অ্যারন ফিঞ্চ (৩২) ও এবি ডি ভিলিয়ার্স (৫৬) ছাড়া দলটির আর কেউই বলার মতো রান পাননি। সবচেয়ে বড় সমস্যা হলো ব্যাঙ্গালুরুর খেলোয়াড়দের স্ট্রাইক রেট। ডি ভিলিয়ার্স (১৩০.২৩) ছাড়া বাকিদের স্ট্রাইক রেট মোটেও টি-টোয়েন্টিসুলভ ছিল না। পুরো ইনিংসে এসেছে মাত্র এক ছক্কা।
চলতি আইপিএল থেকে ছিটকে যেতেই শুরু হয়েছে সমালোচনা। তবে আলোচনা-সমালোচনার মধ্যেই একটি আবেগঘন ভিডিও পোস্ট করেছে আরসিবি। যেখানে কোহলি যেমন জানাচ্ছেন এই টুর্নামেন্ট থেকে দল কী কী শিখেছে, তেমন আবার সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছেন এবি ডিভিলিয়ার্স।
ভিডিওতেই সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, জানি, প্রতি বছরই আপনারা ট্রফি জয় দেখার জন্য অপেক্ষা করেন। কিন্তু আমরা প্রত্যাশা পূরণ করতে পারি না। এবারও নিজেদের সেরাটা দিয়েছিলাম। কিন্তু আর এগোতে পারলাম না। তাই ক্ষমা চেয়ে নিচ্ছি। আশা করি আগামী বছর হবে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন