টানা দুই হারের পর অবশেষে জয়ে ফিরেছে চেন্নাই সুপার কিংস। ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদকে ৭৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে চেন্নাই।
এই জয়ে ১০ ম্যাচে পাঁচ জয় নিয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে চেন্নাই। এদিন চিপকে আগে ব্যাটিংয়ে নেমে তিন উইকেটে ২১২ রান করে চেন্নাই।
দুই রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেছেন অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। ৫৪ বলে ১০ চার ও ৩ ছক্কায় ৯৮ রান করে টি নাটারজানের বলে আউট হন চেন্নাই অধিনায়ক। এ ছাড়া ডেরিল মিচেল ৫২ ও শিভাম দুবে ৩৯ রান করে অপরাজিত থাকেন। ২০ বলের ইনিংসে এক চারের পিঠে ৪টি ছক্কা মেরেছেন দুবে।
লক্ষ্য তাড়ায় নেমে সুবিধা করতে পারেনি সানরাইজার্স। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে এবারের আইপিএলে দুর্দান্ত ফর্মে থাকা দলটি।
সানরাইজার্সের টপ অর্ডার একাই ধসিয়ে দেন পেসার তুষার দেশপান্ডে। দারুণ ফর্মে থাকা ট্রাভিস হেড, অভিষেক শর্মার সঙ্গে আনমোলপ্রিত সিংকে ফেরান তুষার।
এরপর উইকেট শিকারে তুষারের সঙ্গে যুক্ত হন মাতিশা পাথিরানা-রবীন্দ্র জাদেজারা।
সানরাইজার্সের শেষ দুটি উইকেট নিয়ে মুস্তাফিজুর রহমান। দুই উইকেট নেন পাথিরানাও। একটি করে উইকেট নেন জাদেজা ও শার্দুল ঠাকুর।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন