রবিবার দিনের শুরুতে টটনেহামকে ৩-২ গোলে হারিয়ে ম্যানচেস্টার সিটির চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে গিয়েছিল আর্সেনাল। তবে দিনের শেষে সেই ব্যবধান স্রেফ এক পয়েন্টে নামিয়ে এনেছে পেপ গার্দিওলার দল। যদিও এক ম্যাচ খেলেছে সিটিজেনরা। বাকি চার ম্যাচ জিতলেই টানা চতুর্থ লিগ শিরোপা ঘরে তুলবে সিটি।
আর সিটি যদি কোন ম্যাচে পয়েন্ট হারালে পথ খুলে যাবে গানারদের।
নটিংহাম ফরেস্টের মাঠ থেকে জোসকো ভার্দিওল ও আর্লিং হালান্ডের গোলে ২-০ গোলে জিতেছে পেপ গার্দিওলার দল। এই জয়ে ৩৪ ম্যাচে ম্যানসিটির পয়েন্ট এখন ৭৯। অন্য দিকে ৩৫ ম্যাচে শীর্ষে থাকা আর্সেনালের পয়েন্ট ৮০।
ম্যাচের ৩২ মিনিটে ভার্দিওলের গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। প্রথমার্ধে আক্রমণে সুযোগ তৈরি করেও অবশ্য আর কোনো গোল হয়নি। চোট কাটিয়ে ফিরলেও এদিন শুরুর একাদশে ছিলেন না আর্লিং হালান্ড। তবে দ্বিতীয়ার্ধে বদলি নেমে পেয়েছেন জালের দেখা।
৭১ মিনিট হালান্ড গোল সিটির জয়ের ব্যবধান বাড়িয়েছেন।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন