সৈয়দ নাজমুল হাসান, ঢাকা |
সারাদেশে তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন। বৃষ্টির আশায় আকাশপানে তাকিয়ে আছে মানুষ। প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য রোদ, বৃষ্টির প্রয়োজন অনস্বীকার্য। কিন্তু অনেক দিন ধরে বৃষ্টির দেখা নেই। তাপমাত্রা ৪২ ডিগ্রিও ছাড়িয়ে যাচ্ছে কোথাও কোথাও। অনাবৃষ্টি ও প্রচণ্ড দাবদাহে মানুষ, পশুপাখি, বৃক্ষ ও তরুলতা— সব কিছুই হাঁপিয়ে উঠেছে। এক চিলতে বৃষ্টির জন্য সর্বত্রই তীব্র হাহাকার বিরাজ করছে। খরতাপে শুকিয়ে গেছে বেশিরভাগ খাল ও পুকুরের পানি। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। রাজধানী ঢাকাসহ সারা দেশেই এখন তীব্র গরম। জরুরি প্রয়োজনে যারা বাইরে বের হচ্ছেন, তারা পড়ছেন বেশ অস্বস্তিতে। রোদ ও গরমের তীব্রতার সঙ্গে বাড়ছে মানুষের বিভিন্ন রোগ এবং স্বাস্থ্যঝুঁকি। এমন অবস্থায় বৃষ্টি কামনায় ইসলামবাগবাসী সালাতুল ইসতিসকার নামাজ আদায় ও দোয়া কামনা করেন।
আজ সোমবার (২৯ এপ্রিল) রাজধানীর ইসলামবাগ ঈদগাহ মাঠে সকাল সাড়ে ১০ টায় সালাতুল ইসতিসকার নামাজ আদায় ও দোয়া কামনা করেন ইসলামবাগবাসী। ঢাকা ৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোঃ সেলিম ও বর্তমান সংসদ সদস্য সোলায়মান সেলিম পৃষ্ঠপোষকতায় এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৯ নং ওয়ার্ড কাউন্সিলর ও ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ জাহাঙ্গীর আলম বাবুল এর সার্বিক ব্যবস্থাপনায় ইসলামবাগবাসী সালাতুল ইসতিসকার নামাজ আদায় ও দোয়া কামনা করেন।
সালাতুল ইসতিসকার নামাযে হাজার হাজার মুসল্লি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আদায় করেন। এতে ইমামতি করেন গাউসুল আজম জামে মসজিদের খতিব ও জাতীয় ইমাম সমাজের সভাপতি আল্লামা আব্দুর রাজ্জাক আযহারী । পরে আরবিতে তিনি খুতবা দেন। যেখানে তীব্র গরমের কথা উল্লেখ করে আল্লাহর কাছে বৃষ্টির প্রার্থনা করেন। আশপাশের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা নামাজ ও দোয়ায় অংশ নেন। নামাজ শেষে অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাতে মুসল্লিরা অঝোরে চোখের পানি ছেড়ে দেন এবং তওবা ও ক্ষমাপ্রার্থনা করেন এবং দেশের সকল ইমাম-খতিব ও দায়িত্বশীলদের প্রতি সালাতুল ইস্তিসকার সুন্নাহ জিন্দা করার বিনীত আহ্বান জানানো হয়।
নামাজের পূর্বে মুসল্লি ও এলাকাবাসীর উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে স্থানিয় কাউন্সিলর মোঃ জাহাঙ্গীর আলম বাবুল বলেন, " সারা বাংলাদেশে তীব্র গরমের কারনে জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে। তাই আমরা ২৯ নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে উদ্যোগ নিয়েছি এই ঈদগাহ মাঠে সকাল সাড়ে ১০ টায় সালাতুল ইসতিসকার নামাজ আদায় ও দোয়া কামনা করব। আমরা জীবনে অনেক গুনাহ করেছি, জানা অজানা। ছোট ছোট বাচ্চা, বয়স্ক বাবা-মা ও অসুস্থ বক্তি যারা গরম সহ্য করতে পারেন না, তাদের জন্যই আজকের এই দোয়ার আয়োজন। আল্লাহর কাছে প্রার্থনা করব তিনি যেন আমদেরকে মাফ করেন।"
স্থানিয় আওয়ামী লীগ নেতা মিল্টন খাঁন জিবি নিউজ টুয়েন্টি ফোরকে জানান, 'আমরা পাপী, গুনাহগার তবুও আল্লাহর কাছে বৃষ্টি চাইলাম। এই গরমে মানুষ যেভাবে কষ্ট করছে সে কষ্ট থেকে সবাই যেন মুক্তি পেতে পারে। আমরা আশা করছি, আল্লাহ আমাদেরকে মাফ করে রহমতের বৃষ্টি দিবেন ইন শা আল্লাহ। মহান আল্লাহর কাছে রহমতের বৃষ্টি প্রার্থনা করেছি। আমাদের বিশ্বাস আমাদের ডাকে আল্লাহ তায়ালা সাড়া দেবেন এবং আমাদের জীবনে স্বস্তি ফিরে আসবে।''
২৯ নং ওয়ার্ড চকবাজার থানা ঢাকা মহানগর দক্ষিণ বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আদি চৌধুরী সম্রাট জিবি নিউজ টুয়েন্টি ফোরকে জানান, ''দেশজুড়ে চলমান তাপমাত্রার পারদে খুব একটা হেরফের না হওয়ায় এখনো অস্বস্তি কমেনি। মাথার ওপর সূর্যকে সঙ্গী করেই প্রচণ্ড দাবদাহে নাকাল পরিস্থিতি পার করছে মানুষ। যদিও কয়েকদিনের তুলনায় কিছুটা বাতাসের উপস্থিতি বেড়েছে। বড় পরিসরে বৃষ্টি হয়ে তাপপ্রবাহ দূর হওয়ার সম্ভাবনা নেই। সারা দেশে হিট অ্যালার্ট চলছে। এমন পরিস্থিতিতে একমাত্র আল্লাহই একমাত্র ভরসা। তিনি যদি আমাদেরকে ক্ষমা করে রহমতের বৃষ্টি দান করেন তাহলে আমাদের জীবনে স্বস্তি ফিরে আসবে।''
সালাতুল ইসতিসকার নামাজ আদায় ও দোয়া কামনা পর ২৯ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মোঃ জাহাঙ্গীর আলম বাবুল ও চকবাজার থানা আওয়ামী লীগ নেতা হাজী মো: শাহীন খান নিজ হাতে মুসল্লি ও এলাকাবাসীকে শীতল রুহ-আফজা'র শরবত পান করান।
আজকের এই আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন মুফতি আব্দুল কাইয়ুম, বিশিষ্ট সমাজ সেবক ও আওয়ামী লীগ নেতা মিল্টন খাঁন, মোহাম্মাদ সোহাগ খাঁন, ছাত্রনেতা মোঃ আদি চৌধুরী সম্রাট প্রমুখ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন