সিলেটে শীতের পোষাক কেনার ধুম

  জিবিনিউজ 24 ডেস্ক //

সিলেটে ঝুপ করে শীত পড়েছে। সন্ধ্যার আগেই কুয়াশায় আচ্ছন্ন হচ্ছে প্রকৃতি। সকালে মাঘ মাসের মতো চারপাশ থাকছে কুয়াশা ঢাকা। রাতে অনেকে পরছেন গরম কাপড়।

হঠাৎ করে এমন শীতের আগমন যেন বার্তা দিচ্ছে তীব্র ঠান্ডার। তাই সিলেটে আগেবাগেই মানুষ শীতের কাপড় কিনতে ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন। নগরীসহ সিলেটের প্রায় সব জায়গায়ই ধুম পড়েছে শীতের কাপড় কেনাকাটার।

রোববার (৯ নভেম্বর) সিলেট নগরী ঘুরে দেখা গেছে, শীত মৌসুমের প্রস্তুতি হিসেবে সিলেটের বিপনীবিতানগুলোতে গরম কাপড় বিক্রির ব্যস্ততা দেখা গেছে। শুধু বিপনীবিতান নয়, জমে উঠেছে ফুটপাতের বেচাকেনাও। নিম্ন আয়ের মানুষসহ প্রায় সকল শ্রেণির মানুষজন ফুটপাতেই ভীড় জমাচ্ছেন বেশি।

অভিজাত বিপনীবিতান আর দোকানগুলোতে বিভিন্ন দামে মিলছে শীতের নতুন ফ্যাশনের কাপড়। রুচিসম্মত কাপড় কেনাকাটায় সেখানেও সন্ধ্যার পরও মানুষের যাওয়া-আসা লক্ষণীয়। ফুটপাতে ৫০ টাকা থেকে শুরু করে ৫০০টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে শীতের কাপড়। সেখানে মিলছে ছোট-বড় সব বয়সের মানুষের শীতের কাপড়।

ব্যবসায়ী ওয়াসিম মিয়া এ প্রতিবেদককে জানান, দুপুর দুইটার পর থেকে লোকজনদের আনাগোনা শুরু হয়। সন্ধ্যার পর বিক্রি কিছুটা বাড়তে থাকে।

এদিকে, শুধু শীতের কাপড় নয়, শীতের আগমনে পিঠা বিক্রিও শুরু হয়েছে নগরীতে। মৌসুমী পিঠা বিক্রেতারা সিলেট নগরীর বিভিন্ন ব্যস্ত জায়গায় পসরা সাজিয়ে বসেছেন। সন্ধ্যার পর থেকে মানুষজনকে এসব দোকানে ভীড় করে পিঠা খেতে দেখা গেছে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন