এলপিএলের নিলামে তামিম-মুশফিকসহ বাংলাদেশের চার ক্রিকেটার

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) আগামী আসরের নিলামে নাম দিয়েছেন বাংলাদেশের চার ক্রিকেটার। দুই অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের সঙ্গে আছেন নাজমুল হোসেন শান্ত ও তাসকিন আহমেদ। সব মিলিয়ে নিলামে অংশ নেবেন পাঁচশর বেশি বিদেশি ক্রিকেটার।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।

সেখানে বলা হয়েছে, স্থানীয় খেলোয়াড়দের বাইরে ২৪টি দেশের পাঁচশর বেশি বিদেশি ক্রিকেটার নিলামের জন্য নাম দিয়েছেন। এলপিএলের গত আসরে ছিলেন বাংলাদেশের পাঁচ ক্রিকেটার। গল টাইটানসে (বর্তমানে গল মারভেলস) ছিলেন সাকিব আল হাসান, লিটন দাস ও মোহাম্মদ মিঠুন। জাফনা কিংসের হয়ে খেলেছিলেন তাওহিদ হৃদয়।

কলম্বো স্ট্রাইকার্সের স্কোয়াডে ছিলেন শরিফুল ইসলাম। পাঁচজনের মধ্যে মিঠুন অবশ্য কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি।

 

এই পাঁচজনের বাইরে গত আসরে ডম্বুলা অরার হয়ে খেলার প্রস্তাব পেয়েছিলেন তাসকিন। কিন্তু অনুমতিপত্র না পাওয়ায় খেলা হয়নি তাঁর।

এ ছাড়া বিদেশি ক্রিকেটারদের মধ্যে পাকিস্তানের নাসিম শাহ, মোহাম্মদ নওয়াজ ও ইফতিখার আহমেদ, নিউজিল্যান্ডের টিম সাউদি, জিমি নিশাম, ঈশ সোধি ও মার্ক চ্যাপম্যান, ওয়েস্ট ইন্ডিজের শেই হোপ, এভিন লুইস ও আন্দ্রে ফ্লেচার,  দক্ষিণ আফ্রিকার রাসি ফন ডার ডুসেন, রিজা হেনড্রিকস, রাইলি রুশো, তাবরেজ শামসি ও লুঙ্গি এনগিদির এবং আফগানিস্তানের মুজিব উর রহমান, নূর আহমেদ ও ইব্রাহিম জাদরানের মতো ক্রিকেটার নাম দিয়েছেন।

 

টুর্নামেন্টটির পঞ্চম আসর শুরু হবে ১ জুলাই থেকে। ফাইনাল ২১ জুলাই।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন