শিরোপা জিততে পাহাড় ডিঙাতে হবে ম্যানসিটিকে

একটি ম্যাচ যাচ্ছে আর শীর্ষে থাকা আর্সেনালকে চাপে ফেলে দিচ্ছে ম্যানচেস্টার সিটি। পয়েন্ট তালিকায় তাকালে আর্সেনালকে শীর্ষে দেখা গেলেও আদতে এগিয়ে আছে সিটিজেনরাই। কারণ গানারদের চেয়ে তারা ম্যাচ কম খেলেছে একটি। তাই শিরোপার পথে তারা যে সুবিধাজনক অবস্থায় আছে তা বলাই যায়।

কিন্তু এই পথও যে সহজ নয় সেটা উপলব্ধি করতে পারছেন সিটিজেন বস পেপ গার্দিওলা।

 

রবিবার (২৮ এপ্রিল) দিনের শুরুতে টটেনেহামকে ৩-২ গোলে হারিয়ে ম্যানচেস্টার সিটির চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে গিয়েছিল আর্সেনাল। তবে দিনের শেষে সেই ব্যবধান স্রেফ ১ পয়েন্টে নামিয়ে এনেছে পেপ গার্দিওলার দল। নটিংহাম ফরেস্টের মাঠ থেকে জোসকো ভার্দিওল ও আর্লিং হালান্ডের গোলে ২-০ গোলে জিতেছে পেপ গার্দিওলার দল।

 

লিগে আর্সেনালের বাকি আছে তিনটি এবং ম্যানসিটির চারটি ম্যাচ। দুই দলের পয়েন্টের ব্যবধান স্রেফ ১। এমন অবস্থায় আর্সেনালের চেয়ে সিটি সুবিধাজনক অবস্থায় থাকলেও এখনো অনেক পথ পাড়ি দিতে হবে বলছেন পেপ গার্দিওলা, ‘এটা (শিরোপা জয়) অনেক দূরে এখনো। যখন আমরা টেবিলের শীর্ষে থাকব এবং এক ম্যাচ বাকি থাকবে তখন এই প্রশ্ন করবেন।

কিন্তু চার ম্যাচ বাকি থাকায় মনে হচ্ছে পাহাড় ডিঙাতে হবে আমাদের। এটা আমাদের হাতে আছে...একটা ম্যাচ ড্র করলেই আমরা শিরোপা জিততে পারব না।’

 

গতকাল টটেনহামকে হারিয়ে এগিয়ে গেছে আর্সেনাল। বাকি তিন ম্যাচে তারা যে পথ হারাবে এমন আশা করেন না গার্দিওলা, ‘তারা কী করবে সেটা আমাদের নিয়ন্ত্রণে নেই। চাই তারা হেরে যাক।

তারা ভালো করছে এবং হ্যাঁ, এখনো চার ম্যাচ বাকি। আমি মনে করি, তারা আর পয়েন্ট হারাবে না এবং আমরা জানি, আমাদের এখন কী করা দরকার।’ আগামী শনিবার নিজেদের পরের ম্যাচে ওলভসের বিপক্ষে খেলবে ম্যানচেস্টার সিটি।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন