চ্যানেল আই সেরাকন্ঠ দিয়ে তার গানের জগতে প্রবেশ। তারপর আর থেমে নেই তিনি। একের পর এক হিট গান দিয়েছে যাচ্ছেন এই শিল্পী। বলছি এই সময়ের জনপ্রিয় শিল্পী কোনালের কথা।
বলা যায়, মিউজিক ক্যারিয়ারের সেরা সময় পার করছেন তিনি। কারণটা বলা দরকার। গেল ঈদে মুক্তি পাওয়া ‘রাজকুমার’ সিনেমার টাইটেল গানটি বালামের সঙ্গে গেছেন কোনাল।
‘রাজকুমার’ গানটি মুক্তির মাস পার হতে না হতেই ইউটিউব ভিউ দেড় কোটি ছাড়িয়েছে! দেশ বিদেশে ছড়িয়ে পড়া এই গানের ফেসবুক, টিকটক এ হয়েছে লাখ লাখ রিলস।
শিল্পী থেকে শুরু করে অনেকে আবার গানটি কাভারও করেছেন।
এর মধ্যেই শোনা গেল, ‘রাজকুমার’ ফিল্মের গান ছাড়াও কোনালের গাওয়া আরো ৯ টি গান কোটি ভিউর মাইলফলক অতিক্রম করেছে। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সেটা জানিয়েছেন এই শিল্পী।
কোনালের ফেসবুক পেজ থেকে জানা গেছে, অডিও আর চলচ্চিত্রে গাওয়া অনেক গান থেকে ১০ টি গান ইউটিউব ভিউতে কোটিবারের বেশি শোনা আর দেখা হয়েছে।
কোটির বেশী ভিউ পাওয়া কোনালের ১০ গান হচ্ছে- বন্ধু ( ১ কোটি ১ লাখ ৮১ হাজারের বেশি), আমি পারবোনা তোমার হতে (১ কোটি ৭ লাখ ৭৮ হাজারের বেশি), আগুন লাগাইলো (৩ কোটি ৫২ লাখের বেশি), তুমি আমার জীবন ( ৩ কোটি ১৫ লাখের বেশি), মিস বুবলী (২ কোটি ৩০ লাখের বেশি ), পাইনা তোকে (১ কোটি ৭২ লাখের বেশি), মেঘের নৌকা (২ কোটি ৭১ লাখের বেশি ), সুরমা সুরমা ( ১ কোটি ৮৬ লাখের বেশি), ও প্রিয়তমা ( ১৫ কোটি ২০ লাখের বেশি) এবং রাজকুমার (১ কোটি ৫৬ লাখের বেশি)।
এই ১০ গানের মধ্যে ‘ও প্রিয়তমা’ বাংলাদেশি গান হিসেবে বিগত বছরে রেকর্ড করে। গানটি মুক্তির কিছুদিনে গ্লোবাল টপ চার্ট-এ জায়গা করে নেয়, যা এখন পর্যন্ত বাংলাদেশের প্রথম গান হিসেবেই আছে। শুরুতে গানটি টাইগার মিডিয়া ও অভি কথাচিত্র এই দুই প্লাটফর্ম থেকে রিলিজ হয়েছে। পরে বায়োসকোপ ও ভার্সেটাইল মিডিয়া ইউটিউব চ্যানেল থেকে মুক্তি দেওয়া হয়েছে।
রিলিজের ১০ মাসে ৪ প্ল্যাটফর্মে এই গানের ভিউ ১৬ কোটির কাছাকাছি। ‘প্রিয়তমা’ ছবির এই গানে কোনালের কোআর্টিস্ট বালাম।
২০০৯ সালে রিয়েলিটি শো চ্যানেল আই সেরাকণ্ঠ চাম্পিয়নের মুকুট জয় করে পেশাদার গানে যাত্রা শুরু হয় এই শিল্পীর। গেল ১৫ বছরে শতাধিক ফিল্মের গান গেয়েছেন কোনাল। এখন তো ফিল্ম প্রযোজক, পরিচালক এবং সংগীত পরিচালকদের আস্থার একটি নাম এই শিল্পী।
সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কোনাল বলেন, আমার এই সাফল্যে ধন্যবাদ জানাতে চাই আমার সেইসব পরিচালক, প্রযোজক, সংগীতপরিচালক, গীতিকার-সুরকারদের প্রতি- যারা আমার উপর শুরু থেকেই আস্থা রেখেছেন, দারুণ সব গানের অংশ হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমিও সবার আস্থা ভালোবাসায় গানে গানে সুন্দর একটা জীবন কাটাতে চাই। বাংলা গান দিয়েই বিশ্বে নিজেকে আরো বড় পরিসরে মেলে ধরতে চাই।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন