মামা-চাচার জোর ছাড়াই বলিউডে এক দশক তাপসীর

দেখতে দেখতে বলিউডে ১০ বছর পার করলেন অভিনেত্রী তাপসী পান্নু। সমসাময়িক অভিনেত্রীদের তুলনায় নিজের অভিনয় গুণে সবাইকে অনেকটাই মুগ্ধ করেছেন অভিনেত্রী। তাই তাঁর ক্যারিয়ারও এগিয়েছে সমানতালে। তবে মামা চাচার জোর না থাকায় বলিউডে টিকে থাকতে বেশ কষ্টই করতে হয়েছে তাকে।

তবে দীর্ঘ সংগ্রামের পর সাফল্য এখন অভিনেত্রীর হাতের মুঠোয়।

 

বলিউডে স্বজনপ্রীতি অনেক বড় একটি আলোচিত বিষয়। বর্তমানে প্রতিষ্ঠিত অনেক তারকাই কোনো না কোনোভাবে বড় বড় পরিবার থেকে আসা। এই স্বজনপ্রীতির ভীড়েও কিছু তারকা রয়েছেন যারা নিজ যোগ্যতায় নিজের জায়গা করে নিয়েছেন দর্শকমনে।

যার মধ্যে অন্যতম অভিনেত্রী তাপসী পান্নু। একজন আউটসাইডার হয়েও বলিউডে নিজের এই জায়গা তৈরি করেছেন তাপসী। এই প্রসঙ্গে সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে অভিনেত্রী বলেন, ‘আমি এখন যেখানে আছি মনে হয় অনেক করে ফেলেছি। আমি সত্যি কঠিন পরিশ্রম করেছি।

আর সবটাই নিজের মেধার জোরে পেয়েছি। তাই আমার সাফল্য পড়ে পাওয়া চৌদ্দ আনার মতো না। তাই এখন যেখানে আছি আমি খুব খুশি, তৃপ্ত।’

 

1

তাপসী পান্নু

ভিন্ন ভিন্ন চরিত্রে নিজের সুনিপণ অভিনয় দক্ষতা প্রদর্শনে তাপসী বরাবরই সেরা। ক্যারিয়ারে অনেক ভিন্ন ধরনের সব চরিত্রে অভিনয় করেছেন তিনি।

এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমি এত ব্যতিক্রমী সিনেমা করেছি যে এবার কী ধরনের সিনেমা করব সেটাই বুঝে উঠতে পারছি না।’

 

এদিকে ক্যারিয়ারের সোনালি সময়ের মাঝেই বিয়ের পিঁড়িতে বসেছেন তাপসী। দীর্ঘদিনের প্রেমিক ম্যাথিয়াস বো’র সঙ্গে অনেকটা আড়ালেই বিয়ে সারেন নেন অভিনেত্রী। সিনেমার পর্দায় তাপসীকে সর্বশেষ দেখা গেছে শাহরুখ খানের সঙ্গে ‘ডানকি’তে। সামনে অভিনেত্রীর হাতে তিনটি প্রজেক্ট রয়েছে। ‘লাড়কি হ্যায় কাঁহা’, ‘ফির আয়ি হাসিন দিলরুবা’ এবং ‘খেল খেল ম্যায়’ চলচ্চিত্রে দেখা যাবে তাপসী পান্নুকে।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন