পরমাণু অস্ত্র ইইউ প্রতিরক্ষা বিতর্কের অংশ হওয়া উচিত : ম্যাখোঁ

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ বলেছেন, ইউরোপের নিরাপত্তার জন্য তিনি ফ্রান্সের পরমাণু অস্ত্র ব্যবহার নিয়ে আলোচনা শুরুর পক্ষে। তাঁর এমন বক্তব্যের সমালোচনা করেছেন দেশটির কয়েকজন বিরোধী রাজনীতিক।

ম্যাখোঁ রবিবার বলেন, ফ্রান্স ‘ইউরোপের নিরাপত্তায় আরো অবদান রাখতে’ প্রস্তুত। ফ্রান্সের কয়েকটি সংবাদপত্রে প্রকাশিত সাক্ষাৎকারে তিনি বলেন, ফ্রান্সের পরমাণু অস্ত্র একটি একক ইউরোপীয় নিরাপত্তাব্যবস্থার অংশ হতে পারে।

 

এখন পর্যন্ত ফ্রান্সের গুরুত্বপূর্ণ স্বার্থ হুমকির মুখে পড়লে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা বলা আছে। কিন্তু ম্যাখোঁ বলছেন, এই শর্তকে ‘ইউরোপীয় মাত্রা’ দেওয়ার বিষয়ে আলোচনায় তিনি আগ্রহী।

আঞ্চলিক গণমাধ্যম গ্রুপ ইবিআরএকে ফরাসি প্রেসিডেন্ট বলেন, সব সম্ভাবনা নিয়ে আলোচনা হতে পারে। এরপর ‘দেখা যেতে পারে, কোন বিষয়টি আসলেই আমাদের রক্ষা করতে পারবে।

’ 

 

ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার পর ফ্রান্সই একমাত্র ইইউ সদস্যরাষ্ট্র, যার পরমাণু অস্ত্র আছে।

সমালোচনা
এদিকে ইউরোপীয় সংসদের সদস্য ফ্রাসোয়াঁ-জাভিয় বেলামি ম্যাখোঁর মন্তব্যকে ‘খুব গুরুতর’ বলে আখ্যায়িত করেছেন। ‘আমরা ফরাসি সার্বভৌমত্বের স্নায়ু স্পর্শ করছি’ বলেও মন্তব্য করেন তিনি। আসন্ন ইইউ নির্বাচনে বেলামি ডানপন্থী এলআর দলকে নেতৃত্ব দেবেন।

 

এ ছাড়া উগ্র বামপন্থী ফরাসি সংসদ সদস্য বাস্টিয়া লাঁশো বলেন, ফ্রান্সের পারমাণবিক অস্ত্র ‘শেয়ার করা যাবে না’। তাঁর মতে ‘ইউরোপের মাটি রক্ষার নামে ম্যাখোঁ ফ্রান্সের কৌশলগত স্বায়ত্তশাসন বাতিল করতে চাইছেন।’

উগ্র ডানপন্থী ইউরোপীয় সংসদ সদস্য থিয়েরি মারিয়ানি ম্যাখোঁর বিরুদ্ধে ‘জাতীয় বিপদে পরিণত হওয়ার’ অভিযোগ এনেছেন। মারিয়ানি গত প্রেসিডেন্ট নির্বাচনে ম্যাখোঁর প্রতিপক্ষ ল্য পেনের দলের সদস্য।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন