ভুয়া ফেসবুক পেজ-নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে সতর্ক করলো বিমান

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নাম ব্যবহার করে ভুয়া ফেসবুক পেজ ও গ্রুপ খুলে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে সতর্ক করেছে সংস্থাটি।

রোববার (২৯ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে বিমান জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লোগো এবং নাম ব্যবহার করে হিমেল খান নামধারী ভুয়া ফেসবুক পেজ, গ্রুপ ও ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি নজরে এসেছে। এই ভুয়া ফেসবুক পেজ, গ্রুপ ও নিয়োগ সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কোনো সম্পর্ক নেই। এসব ভুয়া নিয়োগে ‘পাসপোর্ট চেকার’ পদ উল্লেখ করা হয়েছে। পাসপোর্ট চেকার নামে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কোনো পদই নেই।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েপড়া এ ধরনের কোনো নিয়োগ বিজ্ঞপ্তি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রকাশ করেনি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব নিয়োগ বিজ্ঞপ্তি বিমানের অফিসিয়াল ওয়েবসাইট www.biman.gov.bd এবং জাতীয় দৈনিকে প্রকাশ করা হয়ে থাকে। এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা যাচ্ছে।

jagonews24

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নাম এবং লোগো কপিরাইট ও ট্রেডমার্ক নিবন্ধনকৃত। তাই অনুমতি ব্যতীত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নাম এবং লোগো ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্যমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নামে কিছু ভুয়া ফেসবুক পেজ ও গ্রুপের ছবিও সরবরাহ করেছে সংস্থাটি।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্যমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নামের কিছু ভুয়া ফেসবুক পেজ ও গ্রুপের ছবি এখানে সর্বসাধারণের সচেতনতার জন্য দেওয়া হলো।

 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এসব ভুয়া ফেসবুক পেজ ও গ্রুপ এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নাম ও লোগো ব্যবহার করা অন্যান্য ভুয়া ফেসবুক পেজ ও গ্রুপের বিরুদ্ধে প্রচলিত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন