জিবিনিউজ 24 ডেস্ক //
গত ৭ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন উইকে এর বার্ষিক সাধারণ সভা ২০২০ ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় ভারপ্রাপ্ত সভাপতি এম. এ. আউয়াল সভাপতিত্ব করেন এবং মীর হাবিবুর রহমান প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
নির্বাচনে মোহাম্মদ এনামুল হক সভাপতি, সলিসিটর আনোয়ার খান সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ আবদুল হাকিম ভূঁইয়াকে কোষাধ্যক্ষ নির্বাচিত করে ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
উক্ত সাধারন সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে ই-লাইব্রেরী চালু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও অন্যান্য বিষয়ে সার্বিক সহযোগিতা প্রদান এবং লন্ডন থেকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০০ বছর প্রতিষ্ঠাবার্ষিকীতে সক্রিয় অংশগ্রহনের ঘোষণা দেয়া হয়।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন