আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। বিশ্বকাপ দলে বিরাট কোহলির থাকা না থাকা নিয়ে একটা আলোচনা ছিল। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খুব একটা খেলেননি কোহলি। তবে এই তারকা ব্যাটারকে নিয়েই বিশ্বকাপ দল দিয়েছে ভারত।
দলে জায়গা পেয়েছেন উইকেটকিপার ব্যাটার রিশভ পান্ত। গাড়ী দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে লম্বা সময় ক্রিকেটের বাইরে ছিলেন তিনি। চলমান আইপিএল দিয়ে মাঠে ফেরার পর এবার আন্তর্জাতিক ক্রিকেটেও ফেরার দৌরগোড়ায় পান্ত। উইকেটকিপার ব্যাটার হিসেবে তাঁর সঙ্গে জায়গা হয়েছে সঞ্জু স্যামসনেরও।
এছাড়া এবারের আইপিএলে উড়ন্ত ফর্মে থাকা শিভাম দুবে ও আলোচনায় থাকা লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালও আছেন ১৫ সদস্যের স্কোয়াডে। নিয়মিত অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে হার্দিক পাণ্ডিয়াকে।
ভারতের বিশ্বকাপ দল :
রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পাণ্ডিয়া (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রিশাভ পান্ত (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শিভাম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আর্শ্বদীপ সিং, জসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।
স্টান্ডবাই : শুভমান গিল, রিংকু সিং, খলিল আহমেদ ও আভেশ খান।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন