শুরুটা করেছিলেন রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়র, শেষটাও করেন ভিনিসিয়ুস। মাঝে স্যান্ডউইচের মতো লেগে ছিল বায়ার্ন মিউনিখের দুই গোল। এতে জোড়া গোল করেও রিয়ালকে জেতাতে পারেননি ভিনি। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে রোমাঞ্চকর ম্যাচটি শেষ হয় ২-২ সমতায়।
মঙ্গলবার রাতে ঘরের মাঠে জয় ছাড়া অন্য কোনো কিছু চিন্তাই করেনি বায়ার্ন। শুরু থেকেই তাদের খেলা দেখে এমনটিই মনে হয়েছে। অর্থাৎ শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে স্বাগতিকরা। লক্ষ্যে বেশ কিছু শটও করে নেয় বায়ার্ন। তবে লক্ষ্যভেদ করতে পারেনি জার্মান বুন্দেসলিগার ক্লাবটি।
অপরদিকে রিয়ালের খেলা ছিল রক্ষণাত্মক। যে কৌশলে ম্যানচেস্টার সিটিকে বিদায় করে সেমিতে উঠেছিল রিয়াল। গতকাল বায়ার্নের বিপক্ষে সেই একই কৌশল নিয়ে মাঠে নামে কার্লো আনচেলত্তির শিষ্যরা। শুরুতে কিছু বল পেলে নিজেদের কাছে রাখতে পারেনি অতিথিরা। বল এদিক-ওদিক হারিয়ে রিয়ালকে ম্যাচের শুরুতে কিছুটা অগোছালোই মনে হয়েছে।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন