“দেশে তীব্র তাপপ্রবাহের কারণে জনজীবন বিপর্যস্ত। স্বাভাবিক কাজে ব্যাঘাত ঘটছে, এই সময়ে তো যে কোনো প্রেক্ষাগৃহে ‘ডেডবডি’ মুক্তি দিতে পারি না। দর্শকরা যেন স্বস্তি পান এমন ভালো প্রেক্ষাগৃহের খোঁজ-খবর নিচ্ছি। তারপর মুক্তির ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছি।”
মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন সিনেমাটির প্রযোজক ও পরিচালক মোহাম্মদ ইকবাল।
তিনি বলেন, বাংলাদেশে এই মুহূর্তে যতগুলো ভালো প্রেক্ষাগৃহ আছে সবগুলোতে ‘ডেডবডি’র প্রদর্শনী হবে। তবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে প্রেক্ষাগৃহগুলো ভালো নেই সেই প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি দেবো না।
মোহাম্মদ ইকবাল বলেন, এর মধ্যে বেশ কয়েকটি প্রেক্ষাগৃহ মালিক যোগাযোগ করেছেন, তাদের বিনয়ের সঙ্গে না করেছি। কেউ মানছেন, কেউ আবার বলছেন ঈদে ব্যবসা ভালো হয়নি। তাই আমার সিনেমা দিতে হবে। আমি সবসময় এককথার লোক, যা বলেছি তাই করবো। তাতে ৪০টা ভালো প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তি দিতে রাজি আছি।
ভৌতিক ঘটনা অবলম্বনে প্রযোজক-পরিচালক মোহাম্মদ ইকবাল নির্মাণ করেছেন সিনেমা ‘ডেডবডি’। গত রোজার ঈদে সিনেমাটি মুক্তির কথা ছিল দেশের সিনেপ্লেক্সগুলোতে। তবে শেষ মুহূর্তে পিছিয়ে যায়। আগামী ৩ মে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
সিনেমাটির মুক্তি সামনে রেখে গতকাল সোমবার (২৯ এপ্রিল) মোটরসাইকেল রোড শো ও সাধারণ মানুষের মধ্যে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেন সিনেমাটির কলাকুশলীরা। দেড় শতাধিক মোটরসাইকেল ও পিকআপ ভ্যান এবং মাইক্রো নিয়ে সিনেমাটির শিল্পীরা পদযাত্রা করেন। এফডিসি থেকে পদযাত্রা বেরিয়ে ঢাকা বিশ্বিবদ্যালয়, নিউমার্কেট, ধানমন্ডি, শ্যামলী সিনেমা হল হয়ে এ রোডশো শেষ হয় মিরপুর সনি স্কয়ারে। এসময় উপস্থিত ছিলেন পরিচালক ইকবাল, অভিনেতা ওমর সানী, সংগীত পরিচালক এফ এ প্রীতম প্রমুখ।
ওমর সানী বলেন, প্রায় দুই শতাধিক সিনেমায় অভিনয় করেছি। তবে এমন চরিত্রে এবারই প্রথম কাজ করেছি। যারা বাংলা সিনেমা ভালোবাসেন তাদের হলে এসে সিনেমাটি দেখার অনুরোধ করবো। সিনেমাটি নিয়ে আমি বেশ আশাবাদী।
‘ডেডবডি’তে অভিনয় করেছেন ওমর সানী, মিশা সওদাগর, শ্যামল মাওলা, জিয়াউল রোশান, মিষ্টি জাহান, রাশেদ মামুন অপু, কলকাতার এনিসহ অনেকেই। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ট্রেলার। আর ট্রেলার মুক্তির পর রীতিমতো এর প্রশংসায় মেতেছেন নেটিজেনরা।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন