ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের মৌসুমে নিজের শেষ ম্যাচ খেলতে নেমেছিলেন মুস্তাফিজুর রহমান। পাঞ্জাব কিংসের বিপক্ষে এক উইকেট পেলে সর্বোচ্চ উইকেটের মালিক হতেন এই বাঁহাতি পেসার। তবে উইকেটশূন্য থেকে নিজের ৪ ওভারের কোটা শেষ করেন তিনি। তাতে এককভাবে শীর্ষে ওঠা হলো না তার।
জসপ্রিত বুমরাহর সমান ১৪ উইকেট নিয়ে আইপিএল শেষ করলেন মুস্তাফিজ।
নিজের শেষ ম্যাচে ওভারপ্রতি ৫.৫ গড়ে মুস্তাফিজ মাত্র ২২ রান দিলেও চেন্নাইয়ের বাকি বোলাররা সুবিধা করতে পারেননি। তাতে আগে ব্যাট করে ১৬৩ রানের লক্ষ্য দিয়েও পরাজয় এড়াতে পারেনি চেন্নাই। ৭ উইকেট ও ১৩ বল হাতে রেখে জয় পায় পাঞ্জাব।
টস হেরে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় চেন্নাই। তবে ওপেনার আজিঙ্কা রাহানে ২৯ রান করে বিদায় নিলে শিভম দুবে ও রবীন্দ্র জাদেজা দ্রুত ফেরেন। ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে নামা সামির রিজভি খেলতে পারেননি দলের চাহিদা অনুযায়ী অনুযায়ী। যদিও একপ্রান্ত আগলে রেখে খেলেন অধিনায়ক রুতুরাজ গাইকোয়াড়।
৪৮ বলে ৬২ রান করে সাজঘরে ফেরার আগে কমলা টুপির মালিকানা নিজের করে নেন তিনি।
মাঝে মঈন আলীর ৯ বলে ১৫ ও ১১ বলে ১৪ রান করে আসরে প্রথমবার আউট হওয়া মহেন্দ্র সিং ধোনির সৌজন্যে ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে চেন্নাইয়ের সংগ্রহ দাঁড়ায় ১৬২ রান। পাঞ্জাবের পক্ষে হারপ্রিত ব্রার ও রাহুল চাহার ২টি করে উইকেট নেন।
রান তাড়া করা পাঞ্জাবের ইনিংসের তৃতীয় ওভারেই মুস্তাফিজের হাতে বল তুলে দেন রুতুরাজ। সে ওভারে মাত্র ৩ রান খরচ করে মুস্তাফিজ দেন দারুণ শুরুর ইঙ্গিত।
তবে দ্বিতীয় ওভারটা ভালো যায়নি। রাইলি রুশো জোড়া চার হাঁকালে এই ওভারে ১০ রান খরচ করেন মুস্তাফিজ। এরপর মুস্তাফিজ বল হাতে নেওয়ার আগে ম্যাচ বের হয়ে যায় চেন্নাইয়ের মুঠো থেকে। রুশো ও জনি বেয়ারস্টো অর্ধশতকের দ্বারপ্রান্তে গিয়ে ফিরলেও দুজনের ব্যাটে ভর করে জয়ের পথে পাঞ্জাব।
১৫তম ওভারে মুস্তাফিজ যখন নিজের তৃতীয় ওভার করতে এলেন, পাঞ্জাবের প্রয়োজন মাত্র ২৮ রান। নিশ্চিত হারের মুখে থেকেও মুস্তাফিজ লড়লেন। আগের ম্যাচে ঝড় তোলা শশাঙ্ক সিং মুস্তাফিজের সেই ওভার থেকে একটি রানও নিতে পারেননি। তবে কাঙ্ক্ষিত উইকেটটার দেখা পাননি মুস্তাফিজ। এমনকি নিজের শেষ ওভারেও মুস্তাফিজ আর উইকেটের দেখা পাননি। তাই পরাজয়ের সঙ্গে উইকেটশূন্য থেকে আইপিএল শেষ করতে হলো তাকে।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন