ভোটের প্রচারে গিয়ে অসুস্থ সোহম

গরমে অসুস্থ হয়ে পড়েছেন পশ্চিমবঙ্গের অভিনেতা সোহম চক্রবর্তী। তাও আবার ভোটের মাঠে গিয়ে। ভারতে চলছে লোকসভা নির্বাচন। সেই নির্বাচনের প্রচারে গিয়েছিলেন এই অভিনেতা।

প্রচার করতে করতেই অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

জানা যায়, গরমের মধ্যে লাগাতার ভোটের প্রচার করতে গিয়েই অসুস্থ হয়ে পড়েন তৃণমূলের চণ্ডীপুরের বিধায়ক সোহম। তার ডিহাইড্রেশন হয়েছে।

একই সঙ্গে জ্বরে কাবু অভিনেতা। পরিস্থিতি গুরুতর হতে রবিবার শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় সোহমকে।

 

সোহমের টিমের একজন ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে বলেন, ‘সোহম এখন অনেকটাই ভালো আছেন। তবে তার শরীর দুর্বল বলে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

খুব তাড়াতাড়ি তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। চিকিৎসকেরা আপাতত ফোন থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন। বাড়ি ফেরার পরেও তাঁকে দিন কয়েক বিশ্রামে থাকতে হবে।’

 

গত সপ্তাহে দলের হয়ে মালদহ ও মুর্শিদাবাদে ভোট প্রচার করেছেন সোহম। রাজ্যের সব জেলাতেই পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা।

তার ফলেই সোহম অসুস্থ হয়ে পড়েছেন। সোহমের দ্রুত সুস্থ হয়ে ওঠার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। বেশ কিছুদিন আগেই মিঠুন চক্রবর্তীর সঙ্গে ‘শাস্ত্রী’ ছবির শুটিং শেষ করেছেন সোহম।

 

সম্প্রতি বাংলাদেশি অভিনেত্রী পরীমনির সঙ্গে জুটি বেঁধে ‘ফেলু বক্সী’ ছবির শুটিংও করেছেন তিনি। তার পরেই ব্যস্ত হয়ে পড়েছিলেন নির্বাচনী প্রচারে।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন