প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজের সম্ভাবনা দেখছেন নাজমুল

তীব্র দাবদাহে পুড়তে থাকা বন্দরনগরী চট্টগ্রামে গতকাল রাতে থেকে মেঘের আনাগোনা ছিল। সকালেও সেই ধারাবাহিকতা ছিল। তবে তীর্থের কাক হয়ে যাওয়া বৃষ্টির যেন তবু দেখা মিলে না। অবশেষে সকাল নয়টার দিকে পরম কাঙ্খিত সেই বৃষ্টি নামে।

 

তাতে আগামীকাল প্রথম টি-টোয়েন্টির আগের দিন পূর্ব নির্ধারিত সূচি ১০টার পর মাঠে আসে বাংলাদেশ দল। এমনিতে ঐচ্ছিক অনুশীলন সূচি। বেশিরভাগ ক্রিকেটারই তাই মাঠমুখো হননি। জাকের আলি অনিক-মাহমুদউল্লাহ রিয়াদসহ ১৫জনের স্কোয়াডের মাত্র ছয়জন আসেন মাঠে।

এর বাইরে নাজমুল হোসেন শান্তর উপস্থিতি ছিল শুধুই সংবাদমাধ্যমের জন্য।

 

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক কথা বলেছেন পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে তাঁর দলের লক্ষ্য ও বিশ্বকাপ প্রস্তুতির কথা। বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতির অংশ ধরা হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজকে। যদিও বাছাইপর্বে উগান্ডার কাছে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ জিম্বাবুয়ে।

 
বিশ্বকাপ প্রস্তুতির জন্য তাই জিম্বাবুয়ে কতটা আদর্শ প্রতিপক্ষ? প্রশ্নটা অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল। নাজমুলের কাছে প্রশ্নটা ছুটে গেল। বাংলাদেশ অধিনায়ক অবশ্য বেশ প্রতিদ্বন্দ্বিতপূর্ণ একটা সিরিজই আশা করছেন, ‘টি-টোয়েন্টিতে বড় দল, ছোট দল নেই। জিম্বাবুয়ে উগান্ডার কাছে হেরে গেছে। এই জিম্বাবুয়ে কিছুদিন আগে শ্রীলঙ্কাকে হারিয়েছে।

ওইরকম চিন্তা করলে খুব বেশি পার্থক্য মনে হয় না। এখানে ম্যাচটা আমরা কিভাবে খেলছি, কিভাবে প্রস্তুত হচ্ছি, নিজেদের আত্মবিশ্বাস কিভাবে গড়ে তুলছি…। এতটুকু বলতে পারি, সিরিজটা এতো সহজ হবে না। অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজই হবে। কারণ তারাও অনেক ভালো দল।‘

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন