ভারতের লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের বারাণসী আসনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিপক্ষে লড়ার ঘোষণা দিয়েছেন কৌতুক অভিনেতা শ্যাম রঙ্গিলা। গতকাল বুধবার তিনি এই ঘোষণা দেন।
সমাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ একটি পোস্টে রঙ্গিলা বলেছেন, ‘বারাণসী থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণার দেওয়ার পর আমি আপনাদের সকলের কাছ থেকে যে ভালবাসা পাচ্ছি তাতে আমি উচ্ছ্বসিত। আমি দ্রুত একটি ভিডিওর মাধ্যমে আমার মনোনয়ন এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে আমার মতামত আপনাদের সামনে তুলে ধরব।
’
আগের একটি পোস্টে রঙ্গিলা বলেছিলেন, ‘আমি বারাণসী থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। কারণ আজকাল কেউ নিশ্চিত নয় যে, কে মনোনয়ন প্রত্যাহার করবে।’
মিডিয়ার সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ‘২০১৪ সালে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একজন অনুসারী ছিলাম। আমি প্রধানমন্ত্রীকে সমর্থন করে অনেক ভিডিও শেয়ার করেছি।
রাহুল গান্ধী এবং অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধেও ভিডিও শেয়ার করেছিলাম। আর এসব ভিডিও দেখে যে কারো মনে হতেই পারে তিনি আগামী ৭০ বছর কেবল বিজেপিকেই ভোট দেবেন। কিন্তু গত ১০ বছরে পরিস্থিতি বদলেছে... আমি এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে লড়ব।’
তিনি আরো যোগ করে বলেছেন, ‘আমি এই সপ্তাহে বারাণসীতে যাব এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে আমার মনোনয়ন জমা দেব।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন