ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে চ্যাম্পিয়ন্স লিগের টিকেট প্রায় নিশ্চিত করা অ্যাস্টন ভিলাকে এবার বড় হোঁচটই খেতে হলো। ইউরোপা কনফারেন্স কাপের সেমিফাইনালের প্রথম লেগে অখ্যাত দল অলিম্পিয়াকসের কাছে ভিলা হেরে গেছে ৪-২ গোলে। ফাইনালে যাওয়ার পথে এই হার তাদের জন্য ছিল একেবারেই অনাকাঙ্ক্ষিত।
অপরদিকে এই জয় বড় স্বপ্ন ছোঁয়ার পথে লম্বা লাফ গ্রিক সুপার লিগের ক্লাব অলিম্পিয়াকসের। এবার যদি তারা টুর্নামেন্টের ফাইনালে উঠতে পারে তাহলে ইউরোপীয় কোনো ক্লাব প্রতিযোগিতায় ফাইনালে খেলা দ্বিতীয় গ্রিক ক্লাব হওয়ার কীর্তি গড়বে অলিম্পিয়াকস।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন