ম্যানইউর অনুশীলন ক্যাম্পে বাংলাদেশের তিন কিশোর

ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের একাডেমিতে অনুশীলন, তাদের শীর্ষ ফুটবলাদের সামনাসামনি দেখা, কথা বলা, ওল্ড ট্র্যাফোর্ডে বসে ম্যাচ দেখা―এসবই আবার সত্যি হতে চলেছে বাংলাদেশের তিন কিশোরের। শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডের গ্রাসরুট ফুটবল কার্যক্রম ‘ইউনাইটেড উই প্লে ২০২৪’-এর ট্রায়াল শেষে প্রায় পাঁচ শতাধিক খুদে ফুটবলারের মধ্য থেকে তিন প্রতিভাবানকে বাছাই করেছেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সকার স্কুলের হেড কোচ মাইকেল নিরি। তারা হলো সিরাজগঞ্জের সাদমান সাজিদ অয়ন, জয়পুরহাটের পাপন রায় ও গাইবান্ধার রাহাত শেখ। ভারতের বেঙ্গালুরুতে দীর্ঘমেয়াদি অনুশীলন ক্যাম্পে থাকার সুযোগ পাচ্ছে তারা।

তাদের সঙ্গী হবে ভারত, সংযুক্ত আরব আমিরাত, থাইল্যান্ড ও নেপাল থেকে নির্বাচিত হওয়া প্রতিভাবান ফুটবলাররা।

 

বাংলাদেশের এই তিন কিশোর ফুটবলারকে এমন সুযোগ করে দিয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় টায়ার প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাপোলো টায়ারস। ম্যানচেস্টার ইউনাইটেডের গ্রাসরুট ফুটবল কার্যক্রম ‘ইউনাইটেড উই প্লে ২০২৪’ প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো বাংলাদেশে। আগামী জুন-জুলাইয়ে ভারতের বেঙ্গালুরুতে হবে ‘ইউনাইটেড উই প্লে’র পরের ধাপ।

যেখানে অন্যান্য দেশ থেকে নির্বাচিত ফুটবলারদের সঙ্গে অনুশীলন ক্যাম্পে যোগ দেবে বাংলাদেশের তিন প্রতিনিধি। ক্যাম্প শেষে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যাবে সেরা ফুটবলাররা। সুযোগ থাকবে ব্রুনো ফার্নান্দেজ, কাসেমিরো ও মার্কাস রাশফোর্ডদের সঙ্গে সাক্ষাতের। একাডেমির খেলোয়াড়দের সঙ্গে করবে অনুশীলন।

পাশাপাশি ওল্ড ট্রাফোর্ডে বসে ম্যাচও উপভোগ করা যাবে।

 

বাংলাদেশের উঠতি ফুটবলারদের পারফরম্যান্সে নিয়ে মাইকেল নিরি জানান, ‘এখানকার ফুটবলারদের আগ্রহ আমাকে রীতিমতো বিস্মিত করেছে, অনেকেই আছে দারুণ সম্ভাবনাময়ী। তাদের দীর্ঘমেয়াদি সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পারলে বাংলাদেশ থেকে অনেক বড় ফুটবলার বের করে আনা সম্ভব। যারা একসময় ইউরোপিয়ান ক্লাবগুলোতে অনায়াসে খেলতে পারবে।’

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন