এই লেভারকুসেনকে থামাবে কে? অপরাজিক থাকার রেকর্ড গড়েই চলছে বুন্দেসলিগার দলটি। লিগ শিরোপা জয় করার পর নিশ্চিত করে রেখেছে জার্মান কাপের ফাইনাল খেলা। এবার ইউরোপা লিগেও আধিপত্য দেখাচ্ছে তারা। ইউরোপা লিগের সেমিফাইনালের প্রথম লেগে ইতালির ক্লাব এএস রোমাকে ২–০ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালে এক পা দিয়ে রাখল জাবি আলোনসোর দল।
একই সঙ্গে তাদের অপরাজিত থাকার রেকর্ড গিয়ে ঠেকল ৪৭ ম্যাচে।
বৃহস্পতিবার রাতে রোমার ঘরের মাঠে ২৮ মিনিটে প্রথম গোল পায় লেভারকুসেন। আলেক্স গ্রিমালদোর অ্যাসিস্টে গোলবারের ডানপাশের মাটি ঘেষে গোল করেন ফ্লোরিয়ান উইর্টজ। ৭৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রবার্ট আনড্রিখ।
বক্সের বাইরে থেকে চোখধাঁধানো দুর্দান্ত এক শটে বল জালে জড়ান তিনি।
শেষ মুহূর্তে একটি গোল করার সুযোগ পেয়েও ব্যর্থ হয় রোমা। ফলে ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠে ছাড়ে লেভারকুসেন।
এদিকে অপর সেমিফাইনালে ইতালির আরেক ক্লাব আটালান্টা প্রথম লেগে ১-১ গোলে মার্সেইয়ের বিপক্ষে ড্র করে।
ফ্রান্স থেকে সমতা নিয়ে যাওয়ায় দলটির জন্য ঘরের মাঠে জয় তুলে নিয়ে ফাইনালে যাওয়ার ভালো সুযোগ আছে।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন