যে কারণে শাবনূর নিজেকে অভিনয় শ্রমিক বললেন

বিশ্বজুড়েই গতকাল পালিত হয়েছে মহান মে দিবস। শ্রমিক দিবসকে স্মরণ করে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দিয়েছেন। বাদ যাননি শোবিজ অঙ্গনের তারকারাও। যেমন গতকাল দিনটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন একসময়ের জনপ্রিয় ও সাড়াজাগানো অভিনেত্রী শাবনূর।

লিখেছেন, ‘আমি নিজেকে একজন অভিনয় শ্রমিক বলে মনে করি। একটি সৃষ্টিশীল ভালো কাজ করতে গেলে আমাদের শিল্পীদের প্রচুর শ্রম দিতে হয়। প্রায় সময় প্রতিকূল পরিবেশ-পরিস্থিতিতে এবং বৈরী আবহাওয়ার মধ্যে রাত-দিন আমাদের কাজ করে যেতে হয়। তাই শ্রমিকদের কষ্ট কিছুটা হলেও উপলব্ধি করতে পারি।

শ্রম ও শ্রমিক ছাড়া উৎপাদন, সমৃদ্ধি সম্ভব নয়। আধুনিক বিশ্ব গঠনে তাঁদের অবদান অপরিসীম। তাই শ্রমিকদের অবদানকে স্বীকার করে তাঁদের অর্জনকে সম্মান জানাতে হবে।’

 

শাবনূর আরো বলেন, ‘মেহনতি মানুষদের অধিকার, ন্যায্য মজুরি, নিরাপদ কাজের পরিবেশ ও সামগ্রিক অবস্থার যাতে উন্নতি হয়, সেদিকে সবার বিশেষভাবে দৃষ্টি দেওয়া প্রয়োজন।

মহান মে দিবসে সব শ্রমজীবী মানুষকে আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।’

 

শেষবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে বাংলাদেশে দেখা গিয়েছিল শাবনূরকে। সেদিন এফডিসিতে হাজির হয়ে চলচ্চিত্রবন্ধু-সহকর্মীদের সঙ্গে উচ্ছ্বসিত দেখা গেছে নায়িকাকে।

চয়নিকা চৌধুরীর ‘মাতাল হাওয়া’ সিনেমায় অভিনয়ের কথা রয়েছে শাবনূরের। সম্প্রতি এ প্রসঙ্গে পরিচালক চয়নিকা চৌধুরী বলেন, ‘যদি সব ঠিক থাকে শাবনূরকে তাঁর মতোই সম্মান দিয়ে আনব।

পাশাপাশি মাহফুজ আহমেদ ও শাবনূর অনেক পছন্দের আর ভালোবাসার জুটি। তাই আমরা সচেতন।’

 

পাশাপাশি ‘রঙ্গনা’ ও ‘এখনো ভালোবাসি’ নামে আরো দুটি সিনেমায় অভিনয়ের কথা রয়েছে জনপ্রিয় এই অভিনয়শিল্পীর।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন