টি-টোয়েন্টি ফরম্যাটে অভিষেক ম্যাচেই চোখ ধাঁধানো এক ফিফটি করলেন তানজিদ হাসান তামিম। ৪৭ বলে ৮ চার আর ২ ছক্কায় ৬৭ রানের ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন এই ওপেনার।
তবে তিনি নন। নন দীর্ঘ ১৯ মাস পর দলে ফিরে ৪ ওভারে ১৫ রানে ৩ উইকেট নেওয়া পেসার মোহাম্মদ সাইফউদ্দিন। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি জয়ে ম্যাচসেরা হয়েছেন তাসকিন আহমেদ।
তাসকিন ৪ ওভারে ১৪ রান দিয়ে নেন ৩টি উইকেট। এর মধ্যে তিনি আউট করেছেন জিম্বাবুয়ে ইনিংসের সর্বোচ্চ রান করা ক্লাইভ মাদান্দেকে ৩৯ বলে ৪৩)। এছাড়া শন উইলিয়ামস আর রায়ান বার্লকে গোল্ডেন ডাকে ফেরান ডানহাতি এই পেসার।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন