পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে তিন নারীসহ কমপক্ষে ২০ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ২১ জন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।
শুক্রবার (৩ মে) সকাল সাড়ে ৫টার দিকে দেশটির গিলগিট বালতিস্তানের কারাকোরাম হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে। খবর সংবাদমাধ্যম ডন’র।
‘বাসটি রাওয়ালপিন্ডি থেকে গিলগিটের উদ্দেশ্যে যাওয়ার পথে দিয়ামার জেলার হাইওয়েতে এসে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি উল্টে পাশের খাদে পড়ে যায়’- বলেন দিয়ামের জেলা উদ্ধার কর্মকর্তা শওকত রিয়াজ।
এ বিষয়ে দিয়ামারের জেলা প্রশাসক ফাইয়াজ আহমেদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় উদ্ধারকারী দল। পরে উদ্ধারকাজে অংশ নেয় সেনা হেলিকপ্টার। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুজনকে গিলগিট শহরে নেওয়া হয়েছে।
এ দুর্ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এক বিবৃতিতে তিনি বলেছেন, আহতদের প্রয়োজনীয় সব চিকিৎসা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন